Tecno Spark Go 3 Launch India: হুবহু iphone, দাম অবিশ্বাস্যভাবে কম; ফিচারগুলি দেখলে কিনতে চাইবেন

Tecno Spark Go 3 Launch India: ফোনটি বিক্রি শুরু হবে ২৩ জানুয়ারি থেকে, প্রথমে Amazon-এ এবং পরে Flipkart ও অফলাইন রিটেল স্টোরেও পাওয়া যাবে।

Advertisement
হুবহু iphone, দাম অবিশ্বাস্যভাবে কম; ফিচারগুলি দেখলে কিনতে চাইবেন

Tecno Spark Go 3 Launch India: ভারতের বাজেট স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Tecno Spark Go 3। মাত্র ৮ হাজার ৯৯৯ টাকা দামে বাজারে এল এই ফোন। ডিজাইনে যেন হুবহু আইফোন ১৭-এর ছায়া। ক্যামেরা মডিউল থেকে শুরু করে বডি-ফিনিশ সব জায়গাতেই রয়েছে প্রিমিয়াম ভাব, তবে পুরোটা রাখা হয়েছে বাজেটের মধ্যে।

ফোনটি বিক্রি শুরু হবে ২৩ জানুয়ারি থেকে, প্রথমে Amazon-এ এবং পরে Flipkart ও অফলাইন রিটেল স্টোরেও পাওয়া যাবে।

ডিসপ্লে
Tecno Spark Go 3-এ আছে 6.74 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট, যা এই দামে বেশ চমৎকার। স্ক্রলিং ও অ্যাপ সুইচিং যথেষ্ট স্মুথ লাগে।

পারফরম্যান্স ও স্টোরেজ
ফোনটিতে ব্যবহৃত হয়েছে Unisoc T7250 প্রসেসর। সঙ্গে রয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ একটাই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে।

ক্যামেরা
পিছনে রয়েছে 13MP সিঙ্গল ক্যামেরা, কিন্তু লুকটা ডুয়াল ক্যামেরার মতো। সামনে আছে 8MP ফ্রন্ট ক্যামেরা, ভিডিও কল ও সেলফি দু’টোতেই মান বজায় রাখবে।

ব্যাটারি ও চার্জিং
দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য আছে 5000mAh ব্যাটারি, সঙ্গে 15W চার্জিং। এছাড়া ফোনটি এসেছে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে।

 

POST A COMMENT
Advertisement