scorecardresearch
 

Tesla Powerwall: সূর্যের আলোয় দৌড়বে গাড়ি, ঘরেও জ্বলবে আলো, ভারতে Elon Musk-এর প্ল্যান

Tesla Powerwall: টেসলা নিজেদের পাওয়ারওয়াল সিস্টেমের সঙ্গে ভারতে ব্যাটারি স্টোরের সিস্টেমের জন্য প্লান্ট লাগানোর প্রস্তাব দিয়েছে। এই সিস্টেম রাতে সোলার প্যানেল এবং গ্রিডসের মাধ্যমে পাওয়ার স্টোর করতে থাকে। এই রিপোর্ট বলা হয়েছে নিজেদের ব্যাটারি স্টোরের ফ্যাক্টরি স্থাপন করার জন্য কিছু প্রপোজাল তারা দিয়েছেন।

Advertisement
সূর্যের আলোয় দৌড়ূবে গাড়ি, ঘরেও জ্বলবে আলো, ভারতে Elon Musk-এর প্ল্যান সূর্যের আলোয় দৌড়ূবে গাড়ি, ঘরেও জ্বলবে আলো, ভারতে Elon Musk-এর প্ল্যান
হাইলাইটস
  • সূর্যের আলোয় দৌড়ূবে গাড়ি
  • ঘরেও জ্বলবে আলো
  • ভারতে Elon Musk-এর প্ল্যান

Tesla Powerwall Elon Musk: আমেরিকার বিখ্যাত ইলেকট্রিক কার নির্মাতা কোম্পানি টেসলা (Tesla) ভারতে নিজেদের বাহন লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সম্প্রতি টেসলা ইন্ডিয়া মোটর  এনার্জি প্রাইভেট লিমিটেড (Tesla India Motors And Energy Pvt Limited) এর পঞ্চশীল বিজনেস পার্কে একটি অফিস ভাড়া নিয়েছে। এখন খবর এটা যে, টেসলা কথিতভাবে দেশের ব্যাটারির সিস্টেম বানানোর এবং বিক্রি করার পরিকল্পনায় কাজ করছে। জানা গিয়েছে ভারতে একটি ব্যাটারি সিস্টেম যেটি পাওয়ারওয়াল (Powerwall) নামে পরিচিত, সেটি প্ল্যান্ট তৈরি করার প্রপোজাল দিয়েছে।

এই বিষয়টির সঙ্গে জড়িত দুজনের কাছ থেকে জানা গিয়েছে যে টেসলা নিজেদের পাওয়ারওয়াল সিস্টেমের সঙ্গে ভারতে ব্যাটারি স্টোরের সিস্টেমের জন্য প্লান্ট লাগানোর প্রস্তাব দিয়েছে। এই সিস্টেম রাতে সোলার প্যানেল এবং গ্রিডসের মাধ্যমে পাওয়ার স্টোর করতে থাকে। এই রিপোর্ট বলা হয়েছে নিজেদের ব্যাটারি স্টোরের ফ্যাক্টরি স্থাপন করার জন্য কিছু প্রপোজাল তারা দিয়েছেন।

জানিয়ে দেওয়া যাক যে, টেসলা বেশ কিছু সময় ধরে ভারতে প্রায় নতুন ইলেকট্রিক বাহন ফ্যাক্টরি স্থাপন করার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে। বিগত দিনের খবর যে কোম্পানি ভারতের ২৪ হাজার ডলার প্রায় ২০ লাখ টাকা দামের গাড়ি বানানোর পরিকল্পনাতে কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী যেখানে আমেরিকা সফরে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন তারপর থেকেই টেসলার ভারতে এন্ট্রি বিষয়ে চর্চা বেড়েছে।

আরও পড়ুন

পাওয়ারওয়াল বিষয়টি কী?

পাওয়ারওয়াল ইন্টিগ্রেটেড ব্যাটারি সিস্টেম যা পাওয়ার গ্রিড বন্ধ হওয়ার পর ব্যাকআপ নিয়ে সৌর শক্তি থেকে পাওয়ার স্টোর করে। এই সিস্টেম বিদ্যুৎ বিভ্রাট হলে তা জানিয়ে দেয়। এর সঙ্গে এটি ইলেকট্রিক বাহনের বিদ্যুৎ সরবরাহ করে এবং ঘরোয়া উপকরণকে একাধিক দিন পর্যন্ত এটি চালু রাখতে সাহায্য করে। সূর্যের রশ্মির দ্বারা এটি অটোমেটিক রিচার্জ হয়। সব মিলিয়ে ব্যাটারি সিস্টেম সাধারণ সোলার প্যানেলের মতোই।

Advertisement

টেসলা পাওয়ারওয়াল আপনার ঘরের ছাদে মনের মতো রাখতে পারেন। যা সূর্যের রশ্মির শক্তি নিয়ে লিথিয়াম ব্যাটারিতে চার্জ করবে যা ব্যবহার করে আপনি গাড়ি চার্জের পাশাপাশি ঘরোয়া বিভিন্ন উপকরণ কেউ চার্জ দিতে পারবেন।

দাম কত ?

উপস্থিত সময় গ্লোবাল মার্কেটে নগদ পাওয়ারওয়াল পাওয়া যাচ্ছে। পাওয়ারওয়াল ২ এবং পাওয়ারওয়াল প্লাস এই দুটো প্রোডাক্ট পাওয়ারওয়াল ১ কে রিপ্লেস করা হয়েছে। যেটি ২০১৬ তে বন্ধ করে দেওয়া হয়। ক্যালিফোর্নিয়াতে পাওয়ারওয়ালের দাম ৫৫০০ ডলার। প্রায় ৪৫০০০ টাকা বেশি।

 

Advertisement