scorecardresearch
 

Flipkart নয়া সেল, অবিশ্বাস্য কম দামে মিলছে 5G স্মার্টফোন

কেউ যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে এই সেলে সুবিধা পেতে পারেন। সেলে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। Flipkart সেলে, Realme, Xiaomi, Poco এবং Vivo সহ সমস্ত ব্র্যান্ডের ফোনে ছাড় দেওয়া হচ্ছে। 

Advertisement
ফ্লিপকার্টে শুরু সেল ফ্লিপকার্টে শুরু সেল
হাইলাইটস
  • ফ্লিপকার্টে নতুন সেল
  • কম দামে মিলছে স্মার্টফোন
  • রয়েছে 5G ফোনও

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু নয়া সেল। আজ ২৩ জুন থেকে শুরু হওয়া Flipkart ইলেকট্রনিক্স সেল চলবে ২৭ জুন পর্যন্ত। সেলে টিভি, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং স্মার্টফোন সহ অনেক আইটেমের ওপরে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মে SBI-এর ক্রেডিট কার্ডেও ১০% ছাড় পাওয়া যাচ্ছে।

কেউ যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে এই সেলে সুবিধা পেতে পারেন। সেলে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। Flipkart সেলে, Realme, Xiaomi, Poco এবং Vivo সহ সমস্ত ব্র্যান্ডের ফোনে ছাড় দেওয়া হচ্ছে। 

বাজেট 5G স্মার্টফোন

ভারতে শীঘ্রই চালু হতে চলেছে 5G নেটওয়ার্ক। এই পরিস্থিতিতে নতুন ফোন কেনার সময় 5G-তে ফোকাস করা দরকার। ফ্লিপকার্ট সেলে এই বিভাগে বেশকিছু অপশান রয়েছে।

সেলে ১৪,৪৯০ টাকায় Vivo T1 5G কেনা যেতে পারে। হ্যান্ডসেটটিতে Snapdragon 695 প্রসেসর রয়েছে। সেলের ২০ হাজার টাকারও কম দামে Realme 9 Pro Plus হ্যান্ডসেট কেনা যাবে। এই হ্যান্ডসেটটিও একটি ভাল বিকল্প।

Xiaomi 11i 5G সেলে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ১০,৯৯৯ টাকায় Poco M4 5G কেনা যেতে  পারে। সেলে Realme 9 Pro 5G বিক্রি হচ্ছে ১৬,৪৯৯ টাকায়।

Poco X4 Pro 5G স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। হ্যান্ডসেটটি-তে রয়েছে AMOLED ডিসপ্লে এবং 67W ফাস্ট চার্জিং।

বাজেট ফোন

ফ্লিপকার্ট সেলে ৮,৯৯৯ Redmi 10 কেনা যেতে পারে। Realme Narzo 50i-এ বাম্পার ডিসকাউন্ট মিলছে। ফোনটি ৬,২৪৯ টাকায় কেনা যাবে।

Poco C31 বিক্রি হচ্ছে ৬,৯৯৯ টাকায়। Infinix hot 12 Play কেনা যাবে ৭,৬৪৯ টাকায়। এই ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি।

Advertisement

আরও পড়ুনউদ্ধবের কুর্সি যাচ্ছেই? শিন্ডে-শিবিরে ভিড়লেন আরও ৭ MLA

 

Advertisement