বেশ কিছু বছর স্মার্টফোনের দুনিয়ায় নেমে পড়েছে গুগল। আর তাদের ফোনগুলি নিয়ে আকর্ষণও বাড়ছে। অনেকেই অপেক্ষা করে থাকেন কবে নতুন ফোন লঞ্চ করবে গুগল। আর ভাল খবর হল, এ বার গুগলের পক্ষ থেকে লঞ্চ করা হবে Google Pixel 10a। এই ফোনটির দাম থাকবে মোটের উপর কম। তবে ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে।
আর এই ফোনের ফিচার ইতিমধ্যেই লিক হয়ে গিয়েছে। যা দেখে মনে করা হচ্ছে, কম পয়সায় একটা দমদার ফোন আনতে চলেছে গুগল।
এই মিড রেঞ্জের ফোনে থাকতে পারে ৬.৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট পাবেন। এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই ফোনটি ২০২৫ সালে মার্চে লঞ্চ হওয়া ৯এ সিরিজের পরবর্তী ভার্সন হতে চলেছে। তাই এই ফোনের কি-ফিচারগুলি সম্পর্কে জেনে নিন।
স্পেসিফিকেশন কী?
এই ফোনের স্পেসিফিকেশনের লিক রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে। যতদূর খবর, Google Pixel 10a-তে থাকবে ৬.২৮ ইঞ্চির FHD+ OLED HDR ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। স্ক্রিনের পিক ব্রাইটনেস হতে পারে ২০০০ নিটস। এই ফোনে থাকতে পারে গুগল টেনসর জি৪ প্রসেসর। এছাড়া এতে পাবেন টাইটন এম২ সিকিউরিটি চিপ।
এই ফোনটি সামনে আসতে পারে ৮ জিবি ব়্যাম এবং ১২৮জিবি/২৫৬জিবি স্টোরেজ অপশনের সঙ্গে। এতে থাকবে অ্যান্ড্রয়েড ১৬। এই ফোনে আপনি ৭ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন।
এই ফোনের ক্যামেরা সেটআপ দারুণ হতে পারে। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স পাবেন। এছাড়া এই ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর পাবেন। স্মার্টফোন ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ওয়্যারলেস চার্জিংও পাবেন।
দাম কত হতে পারে?
এই ফোনের দাম অন্যান্য গুগল ফোনের থেকে কম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যতদূর খবর, এর দাম হতে পারে ৫০০০০ টাকার নীচে। আরও নির্দিষ্ট করে বললে ১২৮ জিবি-এর ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪৪ হাজার টাকা। তবে ভারতে দাম কিছুটা বাড়তে পারে।