Wi-Fi Hacked: কীভাবে বুঝবেন WiFi হ্যাক হয়েছে? সহজে বুঝুন

ইন্টারনেট আমাদের সর্বক্ষণের সঙ্গী। তাই তো অনেকেই এখন বাড়িতেই ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন নিয়ে নেন। সেখান থেকেই মোবাইল, ল্যাপটপ ব্যবহার করেন। তবে মাথায় রাখতে হবে, ওয়াইফাই কিন্তু খুব সহজেই হ্যাক করা যায়। আর এটা একবার হ্যাক হয়ে গেলে তার সঙ্গে কানেক্টেড সব ডিভাইসের সিকিউরিটি প্রবলেম হতে পারে। হ্যাকারের নিয়ন্ত্রণে চলে আসতে এই সব ডিভাইস। তখন কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা উবে যেতে পারে। এমনকী ফোনে, ল্যাপটপে উপস্থিত সব জরুরি তথ্য এবং ছবির অ্যাকসেসও পেতে পারে হ্যাকার। তাই সাবধান হন।

Advertisement
কীভাবে বুঝবেন WiFi হ্যাক হয়েছে? সহজে বুঝুনওয়াইফাই হ্যাক
হাইলাইটস
  • ওয়াইফাই কিন্তু খুব সহজেই হ্যাক করা যায়
  • এটা একবার হ্যাক হয়ে গেলে তার সঙ্গে কানেক্টেড সব ডিভাইসের সিকিউরিটি প্রবলেম হতে পারে
  • হ্যাকারের নিয়ন্ত্রণে চলে আসতে পর এই সব ডিভাইস।

ইন্টারনেট আমাদের সর্বক্ষণের সঙ্গী। তাই তো অনেকেই এখন বাড়িতে ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন নিয়ে নেন। সেখান থেকেই মোবাইল, ল্যাপটপ ব্যবহার করেন। তবে মাথায় রাখতে হবে, ওয়াইফাই কিন্তু খুব সহজেই হ্যাক করা যায়। আর এটা একবার হ্যাক হয়ে গেলে তার সঙ্গে কানেক্টেড সব ডিভাইসের সিকিউরিটি প্রবলেম হতে পারে। হ্যাকারের নিয়ন্ত্রণে চলে আসতে পর এই সব ডিভাইস। তখন কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা উবে যেতে পারে। এমনকী ফোনে, ল্যাপটপে উপস্থিত সব জরুরি তথ্য এবং ছবির অ্যাকসেসও পেতে পারে হ্যাকার। তাই সাবধান হন।

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে বুঝবেন যে ওয়াইফাই হ্যাক হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

ডিভাইস লিস্ট দেখুন

সবার আগে ডিভাইস লিস্ট দেখতে হবে। সেখানে কোনও অপরিচিত ডিভাইসের নাম রয়েছে কি দেখুন। সেটা থাকলে সতর্ক হন। সেই ডিভাইসকে এখনই ওয়াইফাই লিস্ট থেকে বের করে দিন। ব্যাস, তাতেই খেলা ঘুরে যাবে। আপনার ওয়াইফাই আর হ্যাক হবে না।

হঠাৎ করেই ইন্টারনেট স্লো

সাধারণত ওয়াইফাই-এর ইন্টারনেটের স্পিড খুব বেশি থাকে। সেই কারণেই এটা ব্যবহার হয়। তবে মাথায় রাখতে হবে, হুট করে যদি এর ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়, তাহলে সাবধান হতে হবে। কারণ, তার পিছনে কোনও হ্যাকারের কারসাজি থাকতে পারে। তাই এমন পরিস্থিতিতে সাবধান হন।

রাউটার সেটিংস চেঞ্জ

আপনার রাউটারের পাসওয়ার্ড নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু একদিন হঠাৎ করে দেখলেন সেই পাসওয়ার্ড বদলে গিয়েছে। আর এটাই হতে পারে অশনি সংকেত। তাই এমন পরিস্থিতিতে অবশ্যই একবার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন।

ফোন, ল্যাপটপ অদ্ভুত ব্যবহার করছে

আপনার ফোন বা ল্যাপটপ কি হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করছে? তাহলে সাবধান হতে হবে। কারণ, এর পিছনে থাকতে পারে হ্যাকারের কারসাজি। আসলে তার অভিসন্ধিতেই আপনার ফোন বা ল্যাপটপ অদ্ভুত ব্যবহার করছে। তাই এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া মাস্ট।

Advertisement

পপ-আপ আসতে পারে

আপনার ফোন বা ল্যাপটপ ব্যবহার করার সময় কি বারবার পপ-আপ আসছে? বারবার ওয়েবপেজ রিডায়রেক্ট হয়ে যাচ্ছে? তাহলেও সাবধান হন। কারণ, এর পিছনেও হ্যাকারের কারসাজি থাকতে পারে।

তাই এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। নিন বিশেষজ্ঞের পরামর্শ। প্রয়োজনে পুলিশে অভিযোগ জানা। তাতেই খেলা ঘুরে যাবে।

POST A COMMENT
Advertisement