IRCTC-র Confirm Ticket অ্যাপে নিমেষে বুকিং করুন তৎকাল টিকিট, কীভাবে?

অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ট্রেনে কত আসন ফাঁকা আছে তা জানতে পারবেন যাত্রীরা। এছাড়া কোনও বিশেষ রুটের সমস্ত ট্রেনের তৎকাল টিকিট সম্পর্কেও তথ্য দেবে এই অ্যাপ। 

Advertisement
IRCTC-র Confirm Ticket অ্যাপে নিমেষে বুকিং করুন তৎকাল টিকিট, কীভাবে?Confirm Ticket
হাইলাইটস
  • তৎকাল টিকিটের জন্য অ্যাপ এনেছে আইআরসিটিসি
  • জানা যাবে সমস্ত ট্রেনের তৎকাল টিকিটের স্টেটাস
  • অল্প সময়েই করা যাবে বুকিং

সম্প্রতি Confirm Ticket নামে একটি অ্যাপ লঞ্চ করেছে IRCTC। এই অ্যাপের মাধ্যমে Tatkal Ticket Booking-এ অনেকটাই সুবিধা হবে বলে জানা গিয়েছে। এমনকি Tatkal Ticket সংক্রান্ত সমস্ত তথ্যও এর থেকে পাওয়া যাবে। 

এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ট্রেনে কত আসন ফাঁকা আছে তা জানতে পারবেন যাত্রীরা। এছাড়া কোনও বিশেষ রুটের সমস্ত ট্রেনের তৎকাল টিকিট সম্পর্কেও তথ্য দেবে এই অ্যাপ। 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Confirm Ticket অ্যাপে নিজেদের ব্যক্তিগত তথ্যও সেভ করে রাখতে পারেন ইউজাররা। এই অ্যাপের মাধ্যমে আলাদা আলাদ করে দেখার পরিবর্তে প্রতিটি ট্রেনের তৎকাল টিকিটের স্টেটাস একেবারেই দেখে নিতে পারবেন তাঁরা। 

এই অ্যাপ থেকে টিকিট বুক করার জন্য সবচেয়ে প্রথমে সেটিকে ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপটি খুলুন। এবার দিতে হবে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন। তারপর ডেট সিলেক্ট করে এগিয়ে চলুন। সেখানে সমস্ত ট্রেন ও সেগুলির তৎকাল টিকিটের স্টেটাস দেখতে পাবেন। সিট দেখে ট্রেন সিলেক্ট করুন। তারপর দিতে হবে IRCTC লগ-ইন আইডি।

এরপর সমস্ত তথ্য দিতে পেমেন্ট করুন। ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার তৎকাল টিকিট বুকিং। অর্থাৎ মাত্র ৩টি ধাপেই বুক করা যাবে টিকিট। যার ফলে সময়ও অনেকটা বাঁচবে।

আরও পড়ুনWeight Loss : ডিমে হুড়মুড়িয়ে কমে ওজন, কখন খেতে হবে?

 

POST A COMMENT
Advertisement