মহাকাশে হারিয়ে যাচ্ছে ১৬টি স্যাটেলাইটইসরোর PSLV-C62 মিশন কার্যত মহাকাশেই হারিয়ে গেল। সফল উৎক্ষেপণের পরেও নির্দিষ্ট কক্ষপথে ১৬টি উপগ্রহকে পৌঁছে দিতে পারল না PSLV C62 রকেট। যদিও উৎক্ষেপণ হয়েছিল স্বাভাবিক ভাবেই। উৎক্ষেপণে কোথাও কোনও গোলযোগ ছিল না। তবে তারপরেও বিপত্তি রোখা গেল না...।
মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছেন, এই ত্রুটির ফলে মোট ১৬টি কৃত্রিম উপগ্রহই মহাকাশেই হারিয়ে যেতে পারে। এদিন সকাল ১০টা বেজে ১৭ মিনিটে উপগ্রহগুলিকে নিয়ে সফল ভাবে শ্রী হরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় PSLV C62-কে। প্রথম দুটি ধাপে ২৬০ টনের এই রকেটটি দেশবাসীকে আশার আলো দেখিয়েছিল। কিন্তু তৃতীয় পর্বে, অর্থাৎ শেষলগ্নে ঘটে বিপত্তি।
তীরে এসে তরী ডোবার কারণ কী?
১৫টি কৃত্রিম উপগ্রহ নিয়ে স্যাটেলাইট আকাশে উৎক্ষেপিত হলেও, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কক্ষপথে সেই উপগ্রহগুলিকে বসানো যায়নি। মিশন ব্যর্থ হওয়ার পর ISRO-র তরফে জানানো হয় দুঃসংবাদের কথা। ইসরো-র তরফে বলা হয়, "PSLV C62 -তে PS3 পর্যায়ের শেষের দিকে অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে বিশদে বিশ্লেষণ করা হচ্ছে।"
বিশেষ বিষয় হল, PSLV-এর মতো রকেট কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল না। এখন পর্যন্ত মোট ৬৩বার এই রকেটে স্যাটেলাইট সহ উৎক্ষেপণ করা হয়েছিল। ৬৩ বারের মধ্যে ৬০ বারই কৃত্রিম উপগ্রহগুলিকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছিল ইসরো। চন্দ্রযান-১, মঙ্গলযান এবং আদিত্য-এল১-এর মতো ঐতিহাসিক অভিযান বহন করেছে এই রকেট। ৬৪ বার সফলতার কাছে গিয়েও কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করতে ব্যর্থ হল রকেটটি।
কোন কোন গুরুত্বপূর্ণ রকেট ছিল?
১৬টি স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপিত হওয়া এই মিশনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ছিল। যার মধ্যে অন্যতম ‘অন্বেষা’ কৃত্রিম উপগ্রহটি। ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন’ (ডিআরডিও)-এর তৈরি এই কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে নজরদারির জন্য ব্যবহারের পরিকল্পনা ছিল। এছাড়াও, ফ্রান্স, নেপাল, ব্রাজিলের মতো দেশেরও স্যাটেলাইট ছিল এই রকেটে।