আজকাল অনেকেই দিনের বেশ খানিকটা সময় ইনস্টা এবং ফেসবুকে Reels দেখে কাটান। সময় পেলেই চলতে থাকে স্ক্রল। তাতেই হয় ডোপামিন ক্ষরণ। নেশায় বুঁদ হয়ে থাকেন রিলস প্রেমীরা।
আর এই রিলসগুলো তো আর এমনি এমনি সামনে আসে না। বরং এগুলি বানান ক্রিয়েটাররা। তাঁদের ইনকামের অন্যতম পথ এটি। আর রিলস প্রেমী ও ক্রিয়েটার দুই তরফকেই ভালো খবর দিল মেটা (ইনস্টাগ্রাম ও ফেসবুকের প্রধান সংস্থা)। মেটার তরফে জানান হয়েছে, এখন থেকে AI-এর মাধ্যমে নিজের থেকেই ট্রান্সলেটেড হয়ে যাবে রিলস। এক্ষেত্রে ইংরেজি, স্প্যানিশ ভাষার পাশাপাশি হিন্দি ও পর্তুগিজে এই ট্রান্সলেশন হবে বলে জানানো হয়েছে।
লক্ষ্মী লাভ হবে ক্রিয়েটারদের
এতদিন ইনস্টাগ্রাম বা ফেসবুকে এআই-এর মাধ্যমে রিলস ট্রান্সলেট হতো না। আর সেই জায়গাতেই নতুন ফিচার নিয়ে এল মেটা। তাদের পক্ষ থেকে AI Translation ফিচার আনা হয়েছে। যার ফলে এখন থেকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে কনটেন্ট ক্রিয়েটারদের রিলস। তাদের ভিউজ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আর ভিউজ বাড়লে যে লক্ষ্মী লাভ হবেই, সেটা তো বলাই বাহুল্যা। তাই মেটার এই নতুন সিদ্ধান্তে খুশি ক্রিয়েটাররা।
নতুন টুল আনল মেটা
নতুন একটা টুল এনেছে Meta AI। এই টুলের মাধ্যমেই রিলসের ট্রান্সলেশন করা যাবে। আর রিলস প্রেমীরাও এখন থেকে বিভিন্ন ভাষার রিলস নিজের ভাষায় দেখতে পাবেন। যার ফলে তাঁদের আশাও পূর্ণ হবে।
এখানে বলে রাখি, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় করা যাবে ট্রান্সলেশন। যদিও আগামিদিনে আরও বেশি ভাষায় ট্রান্সলেশনে যুক্ত হবে বলে জানানো হয়েছে।
কী ভাবে কাজ করবে AI?
Meta AI অদ্ভুত এক কাজ করবে। এক্ষেত্রে ক্রিয়েটারের ভয়েস, টোন এবং যে কোনও ধরনের সাউন্ড বদলে দেবে নির্দিষ্ট ভাষায়। শুধু তাই নয়, ক্রিয়েটররা লিপ সিঙ্ক ফিচারও পাবেন। যার ফলে তাদের ভিডিয়োর ভাষা বদলে গেলেও দেখার অভিজ্ঞতায় তেমন একটা তফাত আসবে না।
কন্ট্রোল থাকবে আপনারই হাতে
তবে ট্রান্সলেশন করার পরও যদি ক্রিয়েটারের সেই ভিডিয়ো পছন্দ না হয়, তাহলে তিনি সেটা নাও ব্যবহার করতে পারেন। যদিও সকল ক্রিয়েটার এই ফিচার পাবেন না। যাঁদের ১ হাজার জনের বেশি ফলোয়ার রয়েছে, তাঁরাই এটা ব্যবহারের সুবিধা পাবেন।
আবার অপরদিক যিনি রিলস দেখছেন, তিনি চাইলেও এই ফিচার অন বা অফ করতে পারেন। অর্থাৎ সবদিক থেকেই ব্যালেন্স করেছে মেটা।