এখন অনলাইনে লেনদেন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যেকোনও বিল দেওয়া থেকে শুরু করে টিকিট কাটা সবই হচ্ছে অনলাইন মাধ্যমে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারেও আসতে চলেছে আর্থিক লেনদেনের সুবিধা! এবং ইতিমধ্যেই পেমেন্ট অপশন চালু করার বিষয়ে কাজ করা শুরু করেছে টুইটার।
গত অক্টোবরে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা দিয়ে টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক। তারপর ঢালাও ছাঁটাইয়ের পর ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ফিচার নিয়ে কাজ শুরু করে টুইটার। সেই ফিচারের তালিকায় এবার যুক্ত হতে চলেছে পেমেন্ট অপশন।
অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে নিরাপত্তাও বেশ জোরদার করছে টুইটার। ব্লগপোস্টে জানানো হয়েছে, গ্রাহক তথ্য সংরক্ষণে তাঁরা সর্বাধিক সতর্কতা অবলম্বন করছে। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনও বিক্রেতার কাছে ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনওরকম তথ্য দেওয়া হবে না জানানো হয়েছে টুইটারের পক্ষ থেকে।
টেসলার সিইও এবং টুইটারের প্রধান, ইলন মাস্ক, টুইটার অর্থপ্রদানের জন্য তার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। রিপোর্ট অনুসারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি পেমেন্ট সিস্টেমগুলি এমনভাবে তৈরি করার নির্দেশ দিয়েছে যাতে পরবর্তী পর্যায়ে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট যোগ করা যায়।
এলন মাস্ক চান টুইটার শুধুমাত্র বার্তাপ্রেরণ, অর্থপ্রদান এবং বাণিজ্য নয় বরং পিয়ার-টু-পিয়ার লেনদেন, সেভিংস অ্যাকাউন্ট এবং ডেবিটের মতো ফিনটেক পরিষেবাগুলিকেও অন্তর্ভূক্ত করুক।
আরও পড়ুন- টুইটারে পয়সা ফেললেই ব্লু-টিক, রইল ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়ার উপায়