
নতুন বছরে স্মার্টফোন বাজারে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে OPPO। ৮ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে ব্র্যান্ডের নতুন Reno15 Series। শুধু কল বা সোশ্যাল মিডিয়া নয়, এই সিরিজকে ট্র্যাভেল, ফটোগ্রাফি আর কনটেন্ট ক্রিয়েশনের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। তাই গ্যাজেটপ্রেমীরা এখন থেকেই উত্তেজনায়।
এই সিরিজে থাকছে তিনটি ফোন
Reno15
Reno15 Pro 5G
Reno15 Pro Mini 5G
প্রতিটি ফোনের ডিজাইন, ক্যামেরা এবং ভিডিও সুবিধায় রয়েছে আলাদা টুইস্ট।
২০০ MP ক্যামেরা, ছবি নয়, গল্প বলবে
নতুন Reno15 Pro 5G এবং Pro Mini 5G মডেলে থাকছে 200MP Ultra-Clear Main Camera।
ফলে দিল্লির ব্যস্ত রাস্তা থেকে অরুণাচলের পাহাড়, যে কোনও পরিস্থিতিতে ছবির ডিটেল এতটাই নিখুঁত থাকবে যে ক্রপ করলেও শার্পনেস থাকবে একইরকম। একটি ছবি থেকেই পাওয়া যাবে একাধিক কম্পোজিশন।
৫০ MP টেলিফটো পোর্ট্রেট, প্রো ক্যামেরার মতো লুক
ক্লাসিক 85 mm পোর্ট্রেট লেন্সের মতো ফিল দিতে OPPO ব্যবহার করেছে 50MP 3.5x Telephoto Portrait Camera। ফলে মুখ বিকৃত দেখাবে না, ব্যাকগ্রাউন্ডও অতিরিক্ত কাটা যাবে না। ফটোতে থাকবে এক ধরনের “কম্প্রেশন ইফেক্ট” যা সাবজেক্টকে আরও ফুটিয়ে তোলে।
৫০ MP আল্ট্রা-ওয়াইড গ্রুপ ফটোতে আর বিকৃতি নয়
100° Field of View-এর Ultra-Wide Camera গ্রুপ সেলফি ও ট্র্যাভেল শটে দুর্দান্ত কাজ করবে। OPPO-র Golden Ultra-Wide Portrait Perspective প্রযুক্তি নিশ্চিত করেছে ওয়াইড অ্যাঙ্গেলে কেউই বাঁকা বা টানাটানি লাগবে না।
Ultra-Clear Group Photo ফিচার প্রতিটি মুখ আলাদা করে প্রসেস করে। সামনে দাঁড়ানো বা পিছনে থাকা সবাই শার্প। PureTone Technology স্কিন টোন থাকবে একদম ন্যাচারাল। এই সিরিজের সবচেয়ে বড় চমক হলো PureTone Skin Tone Correction। এটি ব্যাকগ্রাউন্ড ও আলো অনুযায়ী মুখের টোন ব্যালান্স করে। বিশেষ করে Indian skin tone-র জন্য আলাদা করে অপ্টিমাইজড। রোদ, ছায়া বা ইনডোর লাইট যেখানেই হোক স্কিন টোন দেখাবে স্বাভাবিক।
AI Editor 3.0 তোলা ছবির পরেও ম্যাজিক। AI Portrait Glow অনুযায়ী লাইটিং ঠিক করে। Studio / Flash / Natural / Rim Light স্বয়ংক্রিয়ভাবে বাছাই করে। Popout Mode ছবিকে 3D স্টাইল এফেক্টে সাবজেক্টকে ফ্রেমের বাইরে এনে তোলে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই সিরিজ তাই বেস্ট চয়েস। 4K 60fps ভিডিও, চারটে ক্যামেরাতেই।
Reno15 Pro ও Pro Mini মডেলে
Front, Main, Ultra-Wide, Telephoto প্রতিটি ক্যামেরা দিয়েই 4K 60fps HDR ভিডিও শুট করা যাবে। EIS 2.0 + OIS স্ট্যাবিলাইজেশন থাকায় ভিডিও কাঁপবে না। Dual-View Video দিয়ে একসঙ্গে দুই ক্যামেরায় শুট,
পডকাস্ট, ট্রাভেল ভ্লগ বা রিয়্যাকশন ভিডিওর জন্য পারফেক্ট।
চোখ ধাঁধানো HoloFusion টেকনোলজি
এই সিরিজের ডিজাইন বিশেষ আকর্ষণ OPPO প্রথমবার এনেছে HoloFusion Technology,
যা ব্যাক গ্লাসে 3D লেয়ারের মতো ইফেক্ট তৈরি করে। সঙ্গে রয়েছে All-Round Armour Body, Sponge Bionic Cushioning, Aerospace-grade Aluminium Frame, IP66, IP68 ও IP69 রেটিং, অর্থাৎ ধুলো, জল, ঘাম কোনওটাই সমস্যা হবে না।
সব মডেলেই 120Hz রিফ্রেশ রেট ও 3600 nits পর্যন্ত পিক ব্রাইটনেস। রোদে দাঁড়িয়েও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। OPPO Reno15 Series হচ্ছে সেই নতুন প্রজন্মের ডিভাইস। যারা শুধু বাঁচতেই নয়, প্রতিটি মুহূর্তকে ক্যাপচার করে পৃথিবীকে দেখাতে চায়। 200MP ক্যামেরা, PureTone স্কিন টোন, 4K ভিডিও, Popout 3D ইফেক্ট, HoloFusion ডিজাইন, সব মিলে এই সিরিজ ২০২৬-এর শুরুতেই স্মার্টফোন মার্কেটে ঝড় তুলতে চলেছে।