ভারতে প্রথম AC আনল Realme, ৫৫ ডিগ্রিতেও নাকি ঘর ঠান্ডা, দাম কেমন?

সংস্থার দাবি  AC-তে দেওয়া সুপিরিয়র কুলিং মোড 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করতে পারে। এতে তিনটি কুলিং মোড দেওয়া হয়েছে, ড্রাই, ইকো এবং স্লিপ। এতে অটো ক্লিন ফিচারও দিয়েছে কোম্পানি। যার কারণে এটি আর্দ্রতা এবং ধুলাবালি থেকে রক্ষা পাবে।

Advertisement
ভারতে প্রথম AC আনল Realme, ৫৫ ডিগ্রিতেও নাকি ঘর ঠান্ডা, দাম কেমন?Realme Air Conditioner
হাইলাইটস
  • এসি আনল রিয়েলমি
  • বিক্রি হবে ফ্লিপকার্টে
  • দাম শুরু 27,790 টাকা থেকে

এবার Air Conditioner (AC)-র বাজারে পা রাখল Realme। ভারতে নিজেদের প্রথম (AC)লঞ্চ করেছে সংস্থা। এটিকে বিশেষভাবে ভারতের তাপমাত্রার কথা মাথার রেখে বানানো হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। Realme Air Conditioner-এ ইনভার্টার প্রযুক্তির ব্যববহার করা হয়েছে। রয়েছে অটো ক্লিনিং ফিচার। Realme জানাচ্ছে AC-টিকে ম্যাক্সিমাস পাওয়ার সেভিং এবং ফ্লেক্সিবেল কুলিং ক্যাপাসিটিসহ আনা হয়েছে। 

Realme Air Conditioner-এর দাম কত?
Flipkart-এর মাধ্যমে বিক্রি করা হবে এই এসি। এটিকে 1 টন ও 1.5 টন ক্যাপাসিটিতে আনা হচ্ছে। এর দাম শুরু হচ্ছে 27,790 টাকা থেকে। 

Realme Air Conditioner-এর ফিচার্স
এসিটি ঘরে উপস্থিত মানুষের সংখ্যা অনুসারে কুলিং টেম্পারেচারকে পরিবর্তন করবে। এতে কনভার্টেবল অ্যাডজাস্টেবল কুলিং ফিচার দেওয়া হয়েছে, যেটিকে 40 শতাংশ, 60 শতাংশ, 80 শতাংশ এবং 110 শতাংশের মধ্যে পরিবর্তন করা যেতে পারে। 

সংস্থার দাবি  AC-তে দেওয়া সুপিরিয়র কুলিং মোড 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করতে পারে। এতে তিনটি কুলিং মোড দেওয়া হয়েছে, ড্রাই, ইকো এবং স্লিপ। এতে অটো ক্লিন ফিচারও দিয়েছে কোম্পানি। যার কারণে এটি আর্দ্রতা এবং ধুলাবালি থেকে রক্ষা পাবে।

এসিটি একবার বন্ধ হয়ে গেলে ফিচারটি 30 সেকেন্ডের জন্য চলে এবং জলের ফোঁটাগুলি শুকিয়ে নেয়। এতে কয়েলের সুরক্ষায় Blue Fin প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি স্টেবিলাইজার ফ্রি অপারেশনসহ 165 থেকে 265V রেঞ্জের মধ্যে কাজ করে।

আরও পড়ুন'নকল বোন' ভাড়া করে প্রতারণার চেষ্টা ভাইদের, দাসপুরে আটক ৫

 

POST A COMMENT
Advertisement