Royal Enfield Electric Bike Rent: রয়্যাল এনফিল্ড বাইকের ভক্ত গোটা পৃথিবী জুড়ে রয়েছে। বিশেষ করে ভারতে এই বাইকের রাইডকে বিশেষ আভিজাত্যের প্রতীক বলে মনে করা হয়। একশ বছরের বেশি সময় থেকে রয়েল এনফিল্ড বাইক বাজারে চালু রয়েছে। এটাই ভাই ভারতের সবচেয়ে অভিজাত এবং ক্রুজার বাইক হিসেবে পরিচিত। কিন্তু এর এত চাহিদা এবং ভক্ত থাকা সত্ত্বেও দাম সাধারণ বাইকের তুলনায় অনেকটা বেশি হওয়ায় অনেকে এই বাইক কিনতে পারেন না বা বিপাকে পড়তে হয়। কিন্তু যদি আপনি কম খরচে রয়্যাল এনফিল্ডের দুর্দান্ত ড্রাইভিংয়ের লাভ ওঠাতে চান, তাহলে আপনার কাছে বিকল্প ব্যবস্থা আছে। সেটা কি আপনি জানেন? আপনার জন্য রয়্যাল এনফিল্ড রেন্টাল প্রোগ্রাম (Royal Enfield Electric Bike Rent) নিয়ে এসেছে যা আপনাকে এই সুবিধা দিতে পারে।
রয়্যাল এনফিল্ড রেন্টাল প্রোগ্রাম কি ?
এটি এক ধরনের সাধারণ রেন্টাল প্রোগ্রাম। যার নাম শুনে আপনি বুঝতে পারছেন এটি ভাড়া নেওয়া যাবে। আপনি কোনও বাইক ভাড়ায় নিয়ে এটি কিছু নিয়ম এবং শর্ত পালন করে দিব্যি চালাতে পারেন। তার জন্য আপনাকে বাইক কিনতেও হবে না। বাইকের মালিকানাও পেতে হবে না। দেশের কিছু নির্দিষ্ট শহরেই আপাতত দেওয়া হচ্ছে বাইক ভাড়া। দিল্লি, জয়পুর, জয়সলমের, হরিদ্বার, চেন্নাই, দেহরাদুন, মানালি, ধর্মশালা এবং লেতে এই সুবিধা পাওয়া যাবে।
সব মিলিয়ে মোট ২৫ টি শহরে এই প্রোগ্রাম চালাচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানি। যেটি ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। এর বিষয়ে বিস্তারিত তথ্য আপনি রয়্যাল এনফিল্ড অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখান থেকে দেখে নিতে পারবেন। এই সময় ৪০ টি আলাদা আলাদা রেন্টাল অপারেটর এর মাধ্যমে প্রায় ৩০০ মোটরসাইকেল ভারতে দেওয়া হচ্ছে। আপনি খুব কম খরচে প্রতিদিন রয়েল এনফিল্ড বাইক ভাড়া নিতে পারবেন।
রয়্যাল এনফিল্ড নিজেদের রেন্টাল প্রোগ্রামের প্রসেসের বিষয়ে অত্যন্ত সরল এবং ইউজার ফ্রেন্ডলি করে রেখেছে। কোনও ইচ্ছুক ব্যক্তিই রয়েল এনফিল্ড রেন্টাল ওয়েবসাইটে যাবেন, নিজের শহর, পিকআপ তারিখ, সময়ের সঙ্গে ড্রপ অফ এর তারিখ এবং সময়ে বেছে নিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপরে সাইটে, বাছাই করে দেওয়া সেই সময়সীমা জন্য এবং ভাড়া ডিটেল দেখাবে। এখানে বাইক বেছে নেওয়ার পর বাইকের ডিটেলে দেখানো হবে। বাইক কতটা পুরনো, কত কিলোমিটার চলেছে, সেগুলি তথ্য আপনার সঙ্গে শেয়ার করা হবে।
১২শো টাকায় বুলেটের সওয়ারি
এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান, তাহলে আপনি শহরের তালিকা দেখতে পারবেন। আমরা দিল্লি শহর বাছাই করেছিলাম। আমাদের এখানে নির্দিষ্ট তারিখের রয়েল এনফিল্ড বুলেট ১২শো টাকা ভাড়া প্রতিদিন হিসেবে ভাড়ার জন্য দেখানো হয়েছে। রয়েল এনফিল্ড হিমালয়ান এর জন্য এই ভাড়া ১৫৩৩ টাকা ধরা হয়েছে বলে জানানো হয়েছে।