বাজেটেই ট্রিপল ক্যামেরা, AI ফিচার; কামাল করা Galaxy M17 ফোন আনছে Samsung

Samsung Galaxy M17 5G লঞ্চ হতে চলেছে ভারতে। এটাই সংস্থার M-সিরিজের লেটেস্ট স্মার্টফোন। এটি Galaxy M16 5G-এর পরবর্তী ভার্সন। আর সংস্থার পক্ষ থেকে এই ফোন সম্পর্কে অফিশিয়াল পোস্টারও প্রকাশ করা হয়েছে। সেখানে এই ফোনের ডিজাইন এবং কালারের অপশন সম্পর্কেও জানান হয়েছে। 

Advertisement
বাজেটেই ট্রিপল ক্যামেরা, AI ফিচার; কামাল করা  Galaxy M17 ফোন আনছে Samsung
হাইলাইটস
  • এতে রয়েছে  AMOLED display
  • মূল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের লেন্স রয়েছে
  • ভারতে লঞ্চ হবে ১০ অক্টোবর

Samsung Galaxy M17 5G লঞ্চ হতে চলেছে ভারতে। এটাই সংস্থার M-সিরিজের লেটেস্ট স্মার্টফোন। এটি Galaxy M16 5G-এর পরবর্তী ভার্সন। আর সংস্থার পক্ষ থেকে এই ফোন সম্পর্কে অফিশিয়াল পোস্টারও প্রকাশ করা হয়েছে। সেখানে এই ফোনের ডিজাইন এবং কালারের অপশন সম্পর্কেও জানান হয়েছে। 

AI ফিচার রয়েছে
এই ফোনে রয়েছে AI ফিচার। এই ফোনে সার্কেল টু সার্চ এবং জেমিনি লাইভের মতো ফিচারও পাবেন। 

অ্যামাজনে মিলবে এই হ্যান্ডসেট
এই হ্যান্ডসেটটি আপাতত অ্যামাজনে মিলবে বলে জানা গিয়েছে। তবে ধীরে ধীরে বাজারেও এই ফোন মিলতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। 

কী কী ফিচার রয়েছে?
এটি একটি ফিচার প্যাকড স্মার্টফোন। এতে রয়েছে  AMOLED display। শুধু তাই নয়, এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট পাবেন। আর ফোনের গ্লাসকে সুরক্ষিত রাখতে ব্যবহার হয়েছে গরিলা গ্লাস ভিকটাস।

সেরা ক্যামেরা
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা ফিচার। মূল ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের লেন্স রয়েছে। শুধু তাই নয়, এতে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এছাড়া ক্যামেরায় রয়েছে OIS সাপোর্ট। তাই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে যে চমৎকার ছবি তুলতে পারবেন, সেই কথা তো বলাই বাহুল্য!

ও দিকে আবার ফোনের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সেলের। আর তার মাধ্যমেও সেরা ছবি উঠবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

ফোনে কী কী ফিচার থাকছে? 
এই ফোনটির রয়েছে IP54 রেটিং। যার ফলে ফোনটি জল ঢুকে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কম।

কবে লঞ্চ হচ্ছে? 
Samsung Galaxy M17 5G ভারতে লঞ্চ হবে ১০ অক্টোবর। এই ফোনটি মূলত অ্যামাজনে লঞ্চ করা হবে। আর সংস্থার পক্ষ থেকে অ্যামজনে ফোনের একটি টিজারও লঞ্চ করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে,  এই ফোনটি মূলত দুটি রঙে মিলছে- মুনলাইট সিলভার এবং স্যাফায়ার ব্ল্যাক। এছাড়া সংস্থার পক্ষ থেকে একটি ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে এই ফোনের কি-স্পেসিফিকেশন জানানোর জন্য।

Advertisement

দাম কত? 
গ্যালাক্সি M17 5G ফোনটির দাম এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে দাম থাকবে ১৫ হাজারের মধ্যে। যদিও ১০ অক্টোবর সংস্থার তরফে ফোনের সঠিক দাম জানা যাবে বলে জানা গিয়েছে। তাই কম দামে একটা ভালো ফোন পেতে চাইলে এটির দিকে নজর রাখতেই পারেন।

 

POST A COMMENT
Advertisement