scorecardresearch
 

Best Bikes Under 1 lakh: ১ লাখ টাকার মধ্যে দেশের সেরা ৬টি মোটরবাইকের তালিকা

কমিউটার বাইকের ক্ষে্রে মূলত ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই থাকার চেষ্টা করেন বেশিরভাগ ক্রেতারা। তাই আপনাদের জন্য সেই ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই কিছু মোটরসাইকেলের তালিকা করে দেওয়া হল। 

Advertisement
১ লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা বাইক ১ লক্ষ টাকা বাজেটের মধ্যে সেরা বাইক
হাইলাইটস
  • অফিস, নিত্য যাতায়াতের জন্য় ভাল, এমন বাইকেই ভারতীয়দের ঝোঁক বেশি। আবার নতুন জেনারেশন একটু শৌখিন। তারা কমিউটার বাইকের মতো নির্ভরযোগ্যতা, ফুয়েল ইকোনমি চায়।
  • কমিউটার বাইকের ক্ষে্রে মূলত ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই থাকার চেষ্টা করেন বেশিরভাগ ক্রেতারা।
  • তাই আপনাদের জন্য সেই ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই কিছু মোটরসাইকেলের তালিকা করে দেওয়া হল। 

যতই নামী-দামি স্পোর্টসবাইক আসুক। বাজারে এখনও চাহিদা ভাল কমিউটারেরই। আসলে অফিস, নিত্য যাতায়াতের জন্য় ভাল, এমন বাইকেই ভারতীয়দের ঝোঁক বেশি। আবার নতুন জেনারেশন একটু শৌখিন। তারা কমিউটার বাইকের মতো নির্ভরযোগ্যতা, ফুয়েল ইকোনমি চায়। আবার একটু স্পোর্টি, স্টাইলিশ লুকস-ও পছন্দ করে। তাই গত কয়েক বছরে ভারতে কমিউটার সেগমেন্টে মোটরসাইকেলগুলিতে বেশ পরিবর্তন এসেছে। কম দামেই নিত্যনতুন ফিচার্স, ডিজাইন আনছে বাইক নির্মাতা সংস্থাগুলি। এমতাবস্থায় কোন বাইক নেবেন, তা স্থির করাটাও ক্রেতাদের কাছে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

কমিউটার বাইকের ক্ষে্রে মূলত ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই থাকার চেষ্টা করেন বেশিরভাগ ক্রেতারা। তাই আপনাদের জন্য সেই ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই কিছু মোটরসাইকেলের তালিকা করে দেওয়া হল। 

হিরো স্পেন্ডার প্লাস
স্প্লেন্ডার মানেই রক্ষণাবেক্ষণের খরচ কম। সেই সঙ্গে ভরপুর মাইলেজ। গ্রাম হোক বা শহর, নিত্য যাতায়াত, কাজের জন্য মোটরসাইকেল হিসাবে আজও বহু মানুষের ভরসা এই মোটরবাইক। এসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
দাম: 74,491 টাকা থেকে 77,986 টাকা (এক্স-শোরুম)
ইঞ্জিন: 97.2 cc, এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, OHC
পাওয়ার: 8.02 bhp
টর্ক: 8.05 Nm
ওজন: 112 কেজি
ফুয়েল ট্যাঙ্ক: 9.6 লিটার
মাইলেজ: 80.6 কিমি/লি

আরও পড়ুন

হোন্ডা এসপি 125
ইদানিং বেশ জনপ্রিয় হয়েছে হোন্ডার এই মোটরবাইক। আসুন এক নজরে এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। 
দাম: 86,017 টাকা থেকে 90,567 টাকা (এক্স-শোরুম)
ইঞ্জিন: 123.94 cc, সিঙ্গেল সিলিন্ডার
পাওয়ার: 10.8 bhp
টর্ক: 10.9 Nm
ওজন: 116 কেজি
ফুয়েল ট্যাঙ্ক: ।। লিটার
মাইলেজ: 65 কিমি/লি

হিরো এইচএফ ডিলাক্স
দাম: 59,998 টাকা থেকে 68,768 টাকা (এক্স-শোরুম)
ইঞ্জিন: 97.2 cc, OBD 2 কমপ্লায়েন্ট ইঞ্জিন
পাওয়ার: 8 bhp
টর্ক: 8.05 Nm
ওজন: 112 কেজি
ফুয়েল ট্যাঙ্ক: 9.6 লিটার
মাইলেজ: 70 কিমি/লি

Advertisement

হোন্ডা শাইন 125

Honda Shine
Honda Shine


শহর, মফস্বলে কমিউটার হিসাবে হোন্ডা সাইনের কথা কারও অজানা নয়। আসুন এক নজরে এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। 
দাম: 78,867 টাকা থেকে 83,800 টাকা (এক্স-শোরুম)
ইঞ্জিন: 124cc, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড BS6.2 (OBD2)- ইঞ্জিন
ক্তি: 10.74 bhp
টর্ক: 11 Nm
ওজন: 114 কেজি
ফুয়েল ট্যাঙ্ক: 10.5 লিটার
মাইলেজ: 55 থেকে 65 কিমি/লি

হিরো গ্ল্যামার
অনেক পুরানো ব্র্যান্ড। বেশ জনপ্রিয়ও বটে। হিরোর বাইক, একটু স্টাইলিশ চাইলে এটি নিতে পারেন।
দাম: 80,638 টাকা থেকে 86,348 টাকা (এক্স-শোরুম)
ইঞ্জিন: 125 cc, এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, OHC
পাওয়ার: 10.84 bhp
টর্ক: 10.6 Nm
ওজন: 123 কেজি
ফুয়েল ট্যাঙ্ক: 10 লিটার
মাইলেজ: 55 কিমি/লি

TVS রেইডার ১২৫
তুলনামূলকভাবে এই তালিকায় এটি নতুন মোটরসাইকেল। দামের নিরিখে এর লুকস বেশ ভাল। ফলে কমিউটার বাইকেই স্পোর্টি ফিল চাইলে এটি নিতে পারেন। 
দাম:  97,054 টাকা- 1,06,573 (এক্স-শোরুম)
ইঞ্জিন: 125 cc, এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, OHC
পাওয়ার:11.2 bhp
টর্ক: 10.6 Nm
ওজন: 123 কেজি
ফুয়েল ট্যাঙ্ক: 10 লিটার
মাইলেজ: 56.7 কিমি/লি

Advertisement