একের পর এক ধামাকাদার প্ল্যান Vi, Jio, Airtel-র! এবার হাতের মুঠোয় দুনিয়া

Work From Home মোডের কথা মাথায় রেখেই এবার BSNL, Airtel, Jio এবং Vi ৮৪ ও ৩৬৫ দিনের ভ্যালিডিটি অফার নিয়ে এল। এই প্ল্যানগুলিতে প্রত্যেক মাসে রিচার্জ করানোর ঝামেলা থাকে না। ফলে, সহজেই কাজের ক্ষেত্রে সমস্যা এড়ানো যায়।

Advertisement
একের পর এক ধামাকাদার প্ল্যান Vi, Jio, Airtel-র! এবার হাতের মুঠোয় দুনিয়াধামাকা অফার
হাইলাইটস
  • ওয়ার্ক ফ্রম হোমে ডেটা খরচ অনেকটাই বেড়েছে
  • সে কথা মাথায় রেখেই Airtel, Jio, Vi, BSNL নিয়ে এল নতুন অফার
  • প্রি-পেড কানেকশনে মিলছে ধামাদার অফার

এবার টেলিকম সরবরাহী ৪ বড় সংস্থা নতুন প্ল্যান নিয়ে বাজারে এল। কোভিড অতিমারির মাঝে অধিকাংশ সংস্থাই তাদের কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম মোডে চলে গেছে। কিন্তু, সেক্ষেত্রে ডেটা ও ফোনের খরচ বেড়েছে অনেকটাই। আর সেকথা মাথায় রেখেই এবার BSNL, Airtel, Jio এবং Vi ৮৪ ও ৩৬৫ দিনের ভ্যালিডিটি অফার নিয়ে এল। এই প্ল্যানগুলিতে প্রত্যেক মাসে রিচার্জ করানোর ঝামেলা থাকে না। ফলে, সহজেই কাজের ক্ষেত্রে সমস্যা এড়ানো যায়।

এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি-

প্রথমেই আসা যাক Vi-এর ক্ষেত্রে। ৮৪ দিনের বৈধতা সহ এই প্ল্যানটি আপনাকে দৈনিক ৩ জিবি ডেটা দিচ্ছে। সেই সঙ্গে থাকছে অফুরন্ত কল ও ১০০ এসএমএসের সুবিধা। এখানেই শেষ নয়, দৈনিক ৩ জিবি ডেটা ছাড়াও ১৬ জিবি অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ এবং ১ বছরের ডিজ়নি+হটস্টার ব্যবহারের ভিআইপি সাবস্ক্রিপশন। প্রিপেড এই প্ল্যানটি আপনি পাবেন ৮০১ টাকায়। 

অন্যদিকে, ৯৯৯ টাকায় ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং ও দৈনিক ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে Jio। সেই সঙ্গে জিও অ্যাপ ব্যবহারের সুবিধাও দিচ্ছে এই প্ল্যানটি। 

যদিও, ৫৬ দিনের কোনও প্ল্যানে জিও দৈনিক ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ না দিলেও, Vi কিন্তু আপনাকে সেই সুযোগও দিচ্ছে। মাত্র ৬০১ টাকা খরচ করেই আপনি Vi-এর এই অফারটি পেতে পারেন। ৮০১ টাকার প্ল্যানের যে সুবিধাগুলি রয়েছে তা এখানেও বহাল রাখছে Vi।

Vi এবং জিও, পাল্লা দিয়ে ৮৪ দিনের ধামাকাদার প্ল্যান নিয়ে এলেও, এয়ারটেল কিন্তু সেই পথে হাটেনি। দৈনিক ৩ জিবি ডেটা দেওয়ার মতো কোনও রিচার্জ প্ল্যান তাদের কাছে এই মুহূর্তে নেই বলে সংস্থার তরফে জানানো হয়েছে। 

বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলও প্রতিযোগিতার আসরে নেমে পড়েছে। ১৪৯৮ টাকায় একটি বার্ষিক প্ল্যান তারা সামনে এনেছে। ২৩ অগাস্ট থেকে দেশজুড়ে চালু হওয়া এই প্ল্যানের মূল আকর্ষণ দৈনিক ২ জিবি হাইস্পিড ডেটা। ২ জিবি শেষ হয়ে গেলে আপনার ইন্টারনেট পরিষেবা শেষ হয়ে যাবে এমনটা নয়। বরং গতি কিছুটা কমে গিয়ে তা ৪০ কেবিপিএসে নেমে যাবে। এছাড়াও, ১০০০ টাকার টপ-আপ প্ল্যানে এখন মিলছে ৮৪৪ টাকার টক ভ্যালু। 

Advertisement

এবার আসা যাক এয়ারটেলের কথায়। বাকি সংস্থাগুলির আকর্ষণীয় প্ল্যানের তুলনায় কিছুটা পিছিয়ে এই প্ল্যান ভ্যালিডিটি। ১৪৯৮ টাকায় এয়ারটেল ১ বছরের সুবিধা দিচ্ছে বলে দাবি। তাতে থাকছে ২৪ জিবি ডেটা, ৩৬০০ এসএমএসষ এছাড়াও আনলিমিটের অ্যাকসেস থাকছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়ম, ফ্রি হ্যালোটিউন্স, ওয়েঙ্ক মিউজ়িক এবং অনলাইন ক্লাসের।

POST A COMMENT
Advertisement