Advertisement

Amazon Alexa: শীঘ্রই মৃত বন্ধু-আত্মীয়দের সঙ্গেও কথা বলা যাবে Amazon Alexa-য়, নয়া প্রযুক্তি

রাতারাতি বদলে যাচ্ছে প্রযুক্তির দুনিয়া। সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে নয়া প্রযুক্তি। কিছু ক্ষেত্রে এটি ভালো হওয়ার সঙ্গে সঙ্গে খারাপও হয়ে থাকে। গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সা এমন কিছু প্রযুক্তির পরিকল্পনা করছে, যা এখন বাস্তবে আমাদের কাছে রয়েছে। বহু বছর আগে, চলচ্চিত্রে এমন AI-এর উল্লেখ দেখা যেত। এখন তা বর্তমানে ঘটছে।তখন সাধারণ মানুষের অনেকেই ভাবতেন যে আমাদের বাস্তব জীবনেও কি এমন কোনো প্রযুক্তি আসবে? এখন এই প্রযুক্তিই সাধারণ হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে সেই প্রযুক্তিও প্রতিদিন উন্নত হচ্ছে।

amazon alexa will soon coming with new feature

Advertisement
POST A COMMENT