scorecardresearch
 
Advertisement

Facebook Account: মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্টের কী হয়? কতদিন ধরে চলে? জানুন বিস্তারিত তথ্য

Facebook Account: মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্টের কী হয়? কতদিন ধরে চলে? জানুন বিস্তারিত তথ্য

সেটিংসে গিয়ে Request that your account be deleted after you pass away অপশনে যেতে হবে। এরপরে একটি বক্স আসবে। সেখানে Delete after Death অপশনে ক্লিক করুন। তার পরেই ফেসবুক সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে। ছবি, পোস্ট কিংবা কোনও তথ্য ওই অ্যাকাউন্টের রাখা হয় না। ফেসবুক নিজের সার্ভার থেকেও ওই ব্যক্তির সমস্ত তথ্য সরিয়ে দেয়। তবে এক্ষেত্রে আলাদা আরেকটি বিষয় রয়েছে। নমিনি না করেও কেউ যদি নিজের পাসওয়ার্ড অন্য কাউকে নিয়ে রাখেন। মূল ব্যবহারকারীর মৃত্যুর পরে যাঁর কাছে পাসওয়ার্ড রয়েছে তিনি ফেসবুক আলাদা করে বন্ধ করে দিতে পারেন। তবে কেউ যদি ওই অ্যাকাউন্ট বন্ধ না করার আবেদন করেন, তাহলে মৃতের অ্যাকাউন্ট আগের মতোই চলতে থাকে।

what happens to facebook account after death

Advertisement