পরিবেশ দূষণের অন্যতম কারণ গাড়ির ধোঁয়া। যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ অনেকটাই দূষিত হয়। আবার জ্বালানির দাম বর্তমানে যে জায়গায় রয়েছে, তাতে মধ্যবিত্তের পক্ষে নিয়মিতভাবে কেনাও বেশি চাপের। এক্ষেত্রে দিনদিন বাড়ছে ই-ভেহিক্যাল বা ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার। এতে একদিকে যেমন নিয়মিতভাবে ফুয়েল কিনতে হচ্ছে না, অন্যদিকে রক্ষা পাচ্ছে পরিবেশও। তবে এবার আরও বড় খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে, গোবর থেকে বৃহৎ পরিসরে মিথেন উৎপাদিত হবে, যা দীর্ঘ দূরত্বে যানবাহনকে চালিত করতে সক্ষম জ্বালানি উৎপাদন করবে। এবার ভাবছেন এটা কোথায় হবে? এটা হতে চলেছে Uttar Pradesh এ। এর ফলে উত্তরপ্রদেশের গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে বলেও মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, প্রথমবারের মতো গোবর থেকে বৃহৎ পরিসরে মিথেন উৎপাদিত হবে, যা দীর্ঘ দূরত্বে যানবাহনকে চালিত করতে সক্ষম জ্বালানি উৎপাদন করবে। একইসঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সবুজ অর্থনীতিকে শক্তিশালী করবে।
Methane fuel production from cow dung in Uttar Pradesh