
ক্রেডিট কার্ড খুবই কাজের জিনিস। ঠিকমতো ব্যবহার করলে এই কার্ডের মাধ্যমে বেশ কিছু লাভ পাওয়া যায়। তাই আজকাল অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান। এই কার্ড ব্যবহার করেই মেটাতে চান বিল। তাতে ভাল অফার মেলে।

তবে মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ড প্রথমবার নেওয়ার সময় কিছু বিষয়ে নজর রাখা খুবই জরুরি। নইলে আপনার লোকসান হতে পারে। আর দুর্ভাগ্যের বিষয় হল, মানুষ নিয়মিত এই ভুলগুলি করে যান।

তাই আর সময় নষ্ট না করে ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু ভুল সম্পর্কে জেনে নিন। চেষ্টা করুন এগুলি এড়িয়ে চলার। আশা করছি, তাতেই খেলা ঘুরে যাবে। আপনি প্রফিটে থাকবেন।

সবার প্রথমে কার্ডের অ্যানুয়াল চার্জ বা বার্ষিক খরচ জেনে নিতে হবে। অনেক কার্ডের অ্যানুয়াল ফি হয় না। আবার কিছু কার্ডের হয়। তাই এই বিষয়টা দেখেই নেবেন কার্ড।

কার্ডটা নেওয়ার সময় কত টাকা প্রসেসিং ফি দিতে হবে, সেটাও মাথায় রাখা জরুরি। এটা না করলেও হুট করে মাথায় বাজ পড়তে পারে। তাই চেষ্টা করুন প্রসেসিং ফি জেনে নেওয়ার।

কার্ডটা নেওয়ার আগেই জেনে নিন যে তাতে কী অফার রয়েছে। কত টাকার জিনিস কিনলে বোনাস পয়েন্ট পাবেন এবং কোথায় কোথায় অফার মিলবে। এগুলি জানলে আপনার লাভ।

ক্রেডিট কার্ডের একটা ক্রেডিট লিমিট হয়। আর সেই লিমিট যতটা বেশি থাকে, তত ভাল। তাই কার্ড নেওয়ার আগে আপনার ক্রেডিট লিমিট জেনে নিন। তাহলেই আপনি বুঝেশুনে কার্ড ব্যবহার করতে পারবেন।

বাজারে হাজার ধরনের কার্ড রয়েছে। তার মধ্যে কোনটা আপনার জন্য ভাল, সেটা নিজেকেই বেছে নিতে হবে। ব্যাঙ্কের কর্মীরা কিন্তু এটা বুঝিয়ে দেবে না। সুতরাং ক্রেডিট কার্ড নেওয়ার সময় এই ভুল নয়।