বৃহস্পতিবার বিধি শিথিল হতেই মাস দেড়েক পর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বাস চলাচল। আর ওই দিন থেকেই চালু হল দিঘার বেশ কয়েকটি থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা।
বৃহস্পতিবার দিঘা থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫২টি বাস চালু করা হয়েছে। এর ফলে গতকাল থেকেই ফের দিঘায় বেড়েছে পর্যটকের ভিড়।
বৃহস্পতিবার বিধি শিথিল হতেই মোট ৫২টি সরকারি ও বেসরকারি বাসের দৌলতে দিঘার পাশাপাশি পর্যটকের ভিড় বেড়েছে শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণিতেও।
বৃহস্পতিবার দিঘা থেকে মোট ১২টি এসবিএসটিসির বাস আর ৪০টি বেসরকারি বাস চলাচল শুরু করেছে। করোনা সংক্রমণ কমার ফলে গত ২৫-২৬ জুন থেকেই ভিড় বেড়েছে দিঘায়।
প্রথম দিনেই ১২টি এসবিএসটিসির বাসে যাত্রী সংখ্যা ছিল নজরে পড়ার মতো! পাশাপাশি বেসরকারি বাসগুলিতেও প্রায় সবকটি আসন ভরে গিয়েছিল পর্যটকে।
যাত্রীসংখ্যা আর টিকিটের চাহিদা বিচার করে আগামী সপ্তাহ থেকে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে দিঘার এসবিএসটিসি বাস ডিপো থেকে।