scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি দিয়ে মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!

LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 1/8

২০২১-এর বাজেটেই মোদী সরকার লিভ ট্রাভেল কনসেশন (LTC) ক্যাশ ভাউচার প্রকল্পের (LTC Cash voucher Scheme) বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল। করোনা মহামারির কারণে ভ্রমণের ক্ষেত্রে যাঁরা LTC করের সুবিধা নিতে পারেননি, তাঁদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়।

LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 2/8

হলিডে ট্র্যাভেল কনসেশন স্কিমের আওতাধীন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের কর ছাড় দিয়েছিল। এলটিসিতে এই শুল্ক ছাড়ের মেয়াদ ৩১ মে, ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 3/8

করোনা মহামারির কারণে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই লিভ ট্রাভেল কনসেশন (LTC)-এর সুবিধা নিতে পারেননি, ৩১ মার্চের মধ্যে জমা দিতে পারেননি LTC ক্লেইম, তাঁদের কথা ভেবে এর মেয়াদ ৩১ মে, ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Advertisement
LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 4/8

সাধারণ পরিস্থিতিতে এলটিসি দাবির নিষ্পত্তি প্রতি আর্থিক বছরের জন্য ৩১ মার্চের মধ্যে করা হয়। তবে করোনা মহামারীর কারণে কেন্দ্রীয় সরকার এলটিসি দাবি করার শেষ তারিখটি ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর জন্য, সরকারের পক্ষ থেকে ২০২১ সালের মে মাসে অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 5/8

কোথাও বেড়াতে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এলটিসি এবং ১০ দিনের লিভ এনক্যাশমেন্টের সুবিধা পান। প্রতি চার বছরে দু'বার এই সুবিধা পাওয়া যায়। বেড়াতে যাওয়ার টিকিটের খরচ করের আওতায় না পড়লেও লিভ এনক্যাশমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কর দিতে হয়।

LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 6/8

এ বার যেহেতু করোনা মহামারির জেরে অনেকেরই কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাঞ্চাল হয়েছে, তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লিভ ট্রাভেল কনসেশন (LTC)-এ ভাড়া (ট্রেন বা বিমানের ভাড়া) এবং লিভ এনক্যাশমেন্টর সমতুল্য নগদ নেওয়ার সুবিধা পাবেন।

LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 7/8

মে মাসে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় ভাইরাসের সংক্রমণ শীর্ষে পৌঁছেছিল। তাই অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের এলটিসি ক্লেইম করতে পারেননি।

Advertisement
LTC Claim: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের স্বস্তি মেয়াদ বাড়ল LTC ক্লেইমের!
  • 8/8

এ কারণেই সরকারের কাছে এলটিসি ক্লেইম করার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। নতুন নির্দেশের পরে এখন কেন্দ্রীয় সরকারের সেই সকল কর্মচারী গত মে মাসের পর্যন্ত ক্লেইমের সুযোগ পাবেন। 

Advertisement