scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar-UAN Link: আধার UAN লিঙ্ক করেননি! এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে আপনাকে

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 1/9

১ সেপ্টেম্বরের মধ্যেই আধার-UAN সংযোগের শেষ সুযোগ ছিল ভারতীয় নাগরিকদের কাছে। যদি ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংযুক্তিকরণের কাজ না হয়ে থাকে, তাহলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে EPFO সদস্যদের। যাঁদের আধার-UAN সংযুক্তিকরণ এখনও হয়নি, কী কী সমস্যার সম্মুখীন হতে হবে তাঁদের? দেখে নিন এক নজরে...

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 2/9

সেপ্টেম্বরের পয়লা তারিখের মধ্যে যদি সংযুক্তিকরণের কাজ না হয়ে থাকে তবে গ্রাহকের পিএফ অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি অন্য যে সকল পিএফের সুবিধা পাওয়া যায়, সেগুলিও বন্ধ হয়ে যেতে পারে।

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 3/9

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees Provident Fund Organisation) বা EPFO এর আগেই আধার-UAN সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়েছিল। সেই বর্ধিত সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে।

Advertisement
Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 4/9

তাই EPFO Social Security Code (2020)-এর 142 নম্বর ধারা অনুযায়ী, পিএফ অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি অন্য যে সকল পিএফের সুবিধা পাওয়া যায়, সেগুলিও বন্ধ হয়ে যেতে পারে।

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 5/9

সুতরাং, এখনও যাঁদের আধার-UAN সংযুক্তিকরণ হয়নি, তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সেরে ফেলুন। কী ভাবে Aadhaar আর UAN লিঙ্ক করতে হবে? জেনে নিন উপায়...

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 6/9

UMANG অ্যাপ ব্যাবহার করুন: UMANG অ্যাপের সাহায্যে Aadhaar আর UAN লিঙ্ক করার সুবিধা বহুদিন ধরেই চালু রয়েছে। এই UMANG অ্যাপের সাহায্যে খুব সহজেই Aadhaar আর UAN লিঙ্ক করা সম্ভব।

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 7/9

UMANG অ্যাপে সবার আগে UAN নাম্বার ইনপুট করতে হবে। UAN রেজিস্ট্রেশান মোবাইল নাম্বারে একটি OTP আসবে। ওই OTP দেওয়ার পরে Aadhaar নম্বর ইনপুট করতে হবে।

Advertisement
Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 8/9

Aadhaar-এর সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বারে এবং ইমেলে একটি OTP পাঠানো হবে। ওই OTP UMANG অ্যাপের নির্দিষ্ট অংশে ইনপুট করলেই Aadhaar আর UAN লিঙ্ক হয়ে যাবে।

Aadhaar-UAN Link করেননি! এই সমস্যাগুলিতে পড়তে হবে আপনাকে
  • 9/9

এছাড়াও EPFO-র E-KYC পোর্টালে (https: //iwu.epfindia.gov.in/eKYC/) গিয়ে EPFO আর মেম্বারে আপনাদের লিঙ্ক UAN Aadhaar অপশনে গিয়ে Aadhaar আর UAN লিঙ্ক করা যাবে।

Advertisement