সপ্তাহখানেক ধরে শাক-সবজির দামে বিশেষ কোনও হের ফের হয়নি। মাছের দাম আজ মোটামুটি একই রয়েছে। বেশ কিছুটা সস্তা হয়েছে মুরগির মাংস। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবারের বাজারদর (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)।
জ্যোতি আলু ২৮-৩০ টাকা প্রতি কিলো (পাইকারি বাজারদর প্রতি কিলো ২৩-২৪ টাকা), চন্দ্রমুখী আলু ৪০-৪৫ টাকা কিলো (পাইকারি বাজারদর প্রতি কিলো ৩৫-৩৮ টাকা)।
পেঁয়াজ প্রতি কিলো ২৮-৩০ টাকা (পাইকারি বাজারদর প্রতি কিলো ২০-২৩ টাকা), আদা প্রতি কিলো ৭০-৮০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ৭০-৮০ টাকা, পাতিলেবু ১০ টাকায় ৫-৬টা।
লাউ প্রতি কিলো ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কিলো, কুঁদরি প্রতি কিলো ২০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, গাঁটি কচু ২৫-৩০ টাকা কিলো, মটরশুঁটি ৩০-৪০ টাকা কিলো, শসা ৩০-৪০ টাকা কিলো, টমেটো প্রতি কিলো ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা কিলো।
পেঁপে ৩০ টাকা কিলো, কুমড়ো প্রতি কিলো ২০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা কিলো, গাজর প্রতি কিলো ৭০-৮০ টাকা, বরবটি প্রতি কিলো ২০-৩০ টাকা, ফুলকপি ১০-১৫ টাকা পিস, ইঁচড় ৪০ টাকা কিলো, ঝিঙা ৪০ টাকা কিলো।
কাঁচা আম ৬০ টাকা কিলো, পটল প্রতি কিলো ৪০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কিলো ৩০-৪০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা কিলো, ধনেপাতা ৫-১০ টাকা আঁটি (১৮০ টাকা কিলো), লাল শাক ১০ টাকা আঁটি, পুই শাক ১০ টাকা আঁটি, পাটশাক ১০ টাকা আঁটি।
রুই মাছ (গোটা) প্রতি কিলো ১২০-১৫০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কিলো ১৮০-২০০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কিলো ২২০-২৬০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কিলো ২৮০-৩৫০ টাকা, পার্শে ৩০০-৪০০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা।
মোটামুটি ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম বাজারে ৭০০-৯০০ টাকা কিলো, ৭৫০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০-১৪০০ টাকা কিলো দরে। এক কিলো / তার বেশি ওজনের ইলিশ কিনতে হচ্ছে ১৪০০-১৮০০ টাকা কিলো দরে।
ট্যাংরা মাছ ১৫০-২২০ টাকা কিলো, তেলাপিয়া মাছ প্রতি কিলো ১০০-১৫০ টাকা, ভোলা মাছ প্রতি কিলো ১২০-১৬০ টাকা, মৌরোলা ৩০০-৩৫০ টাকা, বোয়াল প্রতি কিলো ৩৫০-৪০০ টাকা, ভেটকি মাছ প্রতি কিলো ৪৫০-৫০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কিলো ৫০০-৬০০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কিলো ৬০০-৭০০ টাকা।