আপনি কি এমন দৈনিক ডেটা প্ল্যান চাইছেন যেখানে কোনও লিমিট থাকবে না? তাহলে আপনার জন্য সুখবর। Airtel ও Jio-র এমনই কিছু প্ল্যান রয়েছে আপনার জন্য।
জিওর No Limit Data Plan শুরু হচ্ছে ১২৭ টাকা থেকে। এখানে থাকছে বিনা লিমিটে ১২ জিবি হাই স্পিড ৪জি ডেটা। তাছাড়া আপনি পাচ্ছেন আনলিমিটেড কল ও ১০০টি এসএমএস। সঙ্গে পাচ্ছেন জিও অ্যাপের ফ্রি সাবসক্রিপশান।
এই প্ল্যানের ভ্যালিডিটি ১৫ দিন। এই ধরনের আরও একটি প্ল্যান রয়েছে ২৪৭ টাকায়। ৩০ দিনের বৈধতা সম্পন্ন এই প্ল্যানে আপনি পাচ্ছেন ২৫ জিবি হাইস্পিড ৪জি ডেটা।
জিওর ৪৪৭ টাকায় যে প্ল্যানটি রয়েছে তার ভ্যালিটিডি ৬০ দিনের। তাতে ব্যবহারকারী পাবেন ৫০ জিবি হাইস্পিড ৪জি ডেটা। এই প্ল্যানের একটি বৈশিষ্ঠ হল, ইউজার এখানে, প্রয়োজন মতো ডেটা খরচ করতে পারবেন ও পরের দিনের জন্য তা বাঁচিয়েও রাখতে পারবেন।
এরপর আসছে জিওর ৫৯৭ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ৯০ দিন। এখানে কোনওরকম দৈনিক লিমিট ছাড়াই ৭৫ জিবি হাইস্পিড ডেটা পাবেন ব্যবহারকারী। আর ৩৬৫ দিনের ভ্যালিডিটি সম্পন্ন জিওর প্ল্যানটি হল ২,৩৯৭ টাকার। এতে থাকছে ৩৬৫ জিবি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ।
এবার আসা যাক এয়ারটেলের প্ল্যানের বিষয়ে। এয়ারটেলের ৪৫৬ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ৬০ দিনের। যাতে গ্রাহত পাচ্ছেন, কোনওরকম দৈনিক লিমিট ছাড়াই ৫০ জিবি ডেটা ও আনলিমিটেড কল। সঙ্গে প্রত্যেকদিন থাকছে ১০০টি করে এসএমএস। তবে ৫০ জিবি ডেটা শেষ হয়ে গেল প্রতি এমবি ডেটার চার্জ হবে ৫০ পয়সা।
এছাড়াও এই প্ল্যানে গ্রাহক পাবেন, প্রাইম ভিডিও মোবাইল এডিশানের ৩০ দিনের ফ্রি ট্রায়াল, Airtel Xstream প্রিমিয়ামের অ্যাকসেস, ফ্রি হ্যালো টিউনের অ্যাকসেস, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle, ফ্রি উইঙ্ক মিউজিক এবং ১ বছরের জন্য ফ্রি অনলাইন কোর্স ও Fastag-এর ওপরে ১০০ টাকার ক্যাশব্যাক।