scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন? জেনে নিন

নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন?
  • 1/6

আগামী কাল, ২০ জানুয়ারি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই প্রথমবার পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে দেখা যেতে পারে পোস্টাল ব্যালট (Postal Ballot)। কারা পাবেন এই সুবিধা, কী ভাবে সংগ্রহ করা হবে তাঁদের ভোট, জেনে নিন সবিস্তারে...

নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন?
  • 2/6

গত সপ্তাহে এ রাজ্যে এসে নির্বাচন কমিশন জানিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের মডেলেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা এবং বিশেষ ভাবে সক্ষমরা পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোট দিতে পারবেন।

নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন?
  • 3/6

ইতিমধ্যেই পোস্টাল ব্যালট (Postal Ballot) নিয়ে কমিশন নির্দেশিকা দিয়েছে। করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাইধীন বা আইসোলেশনে রয়েছেন এমন ব্যক্তিরাও এ বার পোস্টালে ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Advertisement
নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন?
  • 4/6

যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাঁদের ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের ৫ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। আবেদনের পাঁচ দিনে মধ্যে বুথ লেভেল অফিসাররা (BLO) আবেদনকারীর ঠিকানায় পৌঁছে যাবেন।

নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন?
  • 5/6

পোস্টালে ব্যালটে (Postal Ballot) ভোট দেওয়ার আবেদন জানানোর পর বুথ লেভেল অফিসাররা (BLO) আবেদনকারীর ঠিকানায় গিয়ে খোঁজ নেবেন। আবেদনের কারণ যাচাই করে আবেদনকারীকে 12-D ফর্ম দেওয়া হবে।

নির্বাচনে কাদের জন্য থাকছে Postal Ballot? এই নিয়মে কীভাবে ভোট দেবেন?
  • 6/6

মনোনয়ন জমার শেষ দিন থেকে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত সময়ের মধ্যে যে কোনও এক দিন, একজন অফিসার-সহ ২ জন নির্বাচন কমিশনের কর্মী, নিরাপত্তাবাহিনীকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে গাইডলাইন মেনে পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোট সংগ্রহ করে নিয়ে আসবেন। প্রমাণ এবং নিরাপত্তার খাতিরে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।

Advertisement