scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী! বিয়ের মরসুমে কতটা কমেছে সোনার দর?

বিয়ের মরসুমে কতটা কমেছে সোনার দর?
  • 1/5

বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী। ভারতেও এর প্রভাব পড়েছে। গত দু’দিনে প্রতি ১০ গ্রাম সোনায় দাম কমেছে প্রায় ১০০ টাকা। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর...

বিয়ের মরসুমে কতটা কমেছে সোনার দর?
  • 2/5

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৮৩৯ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৮৩২ টাকা।

বিয়ের মরসুমে কতটা কমেছে সোনার দর?
  • 3/5

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৩৯০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৮ হাজার ৩২০ টাকা।

Advertisement
বিয়ের মরসুমে কতটা কমেছে সোনার দর?
  • 4/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ১০৯ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫ হাজার ১১২ টাকা।

বিয়ের মরসুমে কতটা কমেছে সোনার দর?
  • 5/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ হাজার ০৯০ টাকা, আজ যা সামান্য বেড়ে হয়েছে ৫১ হাজার ১২০ টাকা।

Advertisement