scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 1/7

ফের শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)। এবার তৃতীয় পর্ব (PMKVY 3.0)। এই কেন্দ্রীয় সরকারি উদ্যোগে উপকৃত হবেন দেশের লক্ষাধিক যুবক-যুবতী।

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 2/7

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি ২০১৫ সালের জুলাই মাসে প্রথম চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশের অল্প শিক্ষিত বা মাঝপথে স্কুল ছেড়েছেন এমন যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

 

ছবি: PMKVY ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 3/7

কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭১৭টি জেলায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) ৩.০ শুরু করা হয়েছে।

 

ছবি: PMKVY ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Advertisement
Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 4/7

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (PMKVY) ৩.০ আওতায় ২০২২ সালের মধ্যে দেশের প্রায় ৪০ কোটি যুবক-যুবতীকে কারিগরি প্রশিক্ষণের দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রের ব্যয় হবে ৯৪৮.৯০ কোটি টাকা।

 

ছবি: PMKVY ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 5/7

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (PMKVY) ৩.০ আওতায় ৪০টি কারিগরি শিক্ষার কোর্স শেখার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। যেমন, ইলেকট্রনিক্স ও হার্ডওয়্যার, ফার্নিচার এবং ফিটিং, কনস্ট্রাকশন, ফুড প্রসেসিং, হ্যান্ডিক্র্যাফ্ট, রত্ন ও গহনা নির্মাণ এবং চামড়া প্রযুক্তি-সহ তালিকাভুক্ত যে কোনও একটি কোর্স বেছে নিতে পারেন আবেদনকারীরা। এর পর প্রশিক্ষণ কেন্দ্র বেছে নিতে হবে তাঁদেরই।

 

ছবি: PMKVY ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 6/7

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (PMKVY) ৩.০ আওতায় কারিগরি প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনও ফি দিতে হয় না প্রার্থীদের। এই প্রকল্পে ৩ মাস, ৬ মাস এবং এক বছরের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। কারিগরি প্রশিক্ষণের কোর্স সম্পূর্ণ করার পর প্রার্থীদের একটি শংসাপত্র দেওয়া হয় সরকারের তরফে। রয়েছে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগও। কোর্স সম্পূর্ণ করার পর আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রার্থীদের চাকরি পেতেও সহায়তা করে কেন্দ্রীয় সরকার।

 

ছবি: PMKVY ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Pradhan Mantri Kaushal Vikas Yojana 3.0: শুরু হচ্ছে কৌশল বিকাশ যোজনা-৩; উপকৃত হবেন ৮ লক্ষ যুবক-যুবতী!
  • 7/7

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (PMKVY) ৩.০ জন্য কী ভাবে রেজিস্ট্রেশন করাবেন? এর জন্য http://pmkvyofficial.org-এ গিয়ে আবেদনকারীর নাম, ঠিকানা এবং ইমেল আইডি-সহ যাবতীয় জরুরি নথি-পত্র দিয়ে গাইডলাইন মেনে আবেদন করতে হবে। 

 

ছবি: PMKVY ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Advertisement