scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 1/8

ভারতে নতুন করে আর কোনও গ্রাহক তৈরি করতে পারবে না Mastercard! অর্থাৎ, এ দেশে নতুন করে কোনও ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না MasterCard Asia Pacific!

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 2/8

আর্থিক লেনদেনের তথ্য সংরক্ষণ সংক্রান্ত নিয়ম-কানুন না-মানার অভিযোগে Mastercard-এর উপরে এই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আগামী ২২ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 3/8

প্রসঙ্গত, ৬ এপ্রিল, ২০১৮-এ রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছিল, পরবর্তী ৬ মাসের মধ্যে ভারতে আর্থিক লেনদেনের পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে তাদের গ্রাহক ও লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে।

Advertisement
RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 4/8

শুধু তাই নয়, এর পাশাপাশি রেজিস্টার্ড অডিটরকে দিয়ে সিস্টেম অডিট করিয়ে তার রিপোর্ট তৈরি করতে হবে। ওই অডিট রিপোর্ট পর্ষদকে দিয়ে পাশ করিয়ে জমা দিতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। কিন্তু এই নিয়ম নামায় Mastercard-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 5/8

MasterCard Asia Pacific-এর উপর চাপানো নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, যথেষ্ট সুযোগ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট বিধি মানতে একাধিক বার ব্যর্থ হওয়ায় সংস্থার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হচ্ছে।

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 6/8

এই ধরনের নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয়! MasterCard Asia Pacific-এর আগে American Express Banking Corporation-এর উপরেও এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়।

RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 7/8

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এই নিষেধাজ্ঞার পর Mastercard-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড গ্রাহকদের কী হবে? তাঁদের কার্ড কি অচল হয়ে যাবে!

Advertisement
RBI Bars Mastercard: ভারতে আর নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না Mastercard!
  • 8/8

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, Mastercard-এর বর্তমান গ্রাহকদের পরিষেবার উপর এই নিষেধাজ্ঞার কোনও বিরূপ প্রভাব পড়বে না। অর্থাৎ, ইতিমধ্যেই যাঁদের কাছে Mastercard-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, তাঁদের কোনও অসুবিধা হবে না।

Advertisement