scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 1/10

ভবিষ্যতের সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ভবিষ্যৎ ও সামাজিক সুরক্ষায় সেরা প্রকল্প হল Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana।

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 2/10

দেশের প্রায় ৪২ কোটি অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। চলুন এই প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি নানা জরুরি তথ্য জেনে নেওয়া যাক...

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 3/10

অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী শ্রমিক-কর্মচারী Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

Advertisement
PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 4/10

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যে সকল শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বা তারও কম, তাঁরাই Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 5/10

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত যে সকল শ্রমিক-কর্মচারীদের মধ্যে যাঁরা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ESIC) বা নিউ পেনশন স্কিম (NPS)-এর মতো প্রকল্পের সুবিধা পান, তাঁরা Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 6/10

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীর বয়স ৬০ বছর পেরলে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন। প্রতিদিন মাত্র ১ টাকা ৮০ পয়সা বিনিয়োগেই এই সুবিধা পাওয়া যাবে।

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 7/10

এই Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) মতোই যে পরিমাণ টাকা গ্রাহক জমা করেন, সেই সমান অঙ্কের টাকা কেন্দ্রের তরফেও জমা পড়ে ওই অ্যাকাউন্টে।

Advertisement
PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 8/10

পেনশন চলাকালীন কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী বা নমিনি ৫০ শতাংশ হারে পারিবারিক পেনশন পাবেন।

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 9/10

যোগ্য গ্রাহকরা নিকটবর্তী যে কোন জীবন বিমা নিগমের (LIC) শাখা অফিসে, ESIC বা EPFO দফতরে গিয়ে এই প্রকল্প ও তারা নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বিশদ তথ্য জানতে পারেন, নাম নথিভুক্ত করতে পারেন।

PM-SYM: ৩৬,০০০ টাকা পেনশন পেতে নিয়মিত জমান মাত্র ১ টাকা ৮০ পয়সা!
  • 10/10

এই Pradhan Mantri Shram Yogi ManDhan Yojana প্রকল্পে নাম নথিভুক্ত করার পদ্ধতি খুবই সহজ। এ জন্য গ্রাহকের একটি নির্দিষ্ট মোবাইল নম্বর, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর থাকলেই চলবে।

Advertisement