Advertisement
ইউটিলিটি

Bank Holidays in August: এ মাসে বাংলায় কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন

  • 1/9

এই মাসে মোট ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, আগস্টে মাসে দেশের বিভিন্ন প্রান্তে নানা পার্বন মিলিয়ে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

  • 2/9

বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়। এই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়। 

  • 3/9

ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে...

Advertisement
  • 4/9

দেশজুড়ে চারটি রবিবার আর দুটি শনিবার মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। এই ১৫ দিনের মধ্যে পার্সি নববর্ষ, মহরম, রাখিবন্ধন, শ্রীনারায়ণ গুরু জয়ন্তী, ওনম, জন্মাষ্টমী এবং শ্রীকৃষ্ণ অষ্টমীর ছুটিও রয়েছে।

  • 5/9

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলি আগস্টে মাসে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়াও আরও দুই দিন বন্ধ থাকবে।

  • 6/9

চারটি রবিবার আর দুটি শনিবার ছাড়াও পশ্চিমবঙ্গে ১৯ আগস্টে মহরম আর ৩০ আগস্টে জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

  • 7/9

সব মিলিয়ে আগস্টে মাসে চারটি রবিবার আর দুটি শনিবার-সহ মোট ৮ দিন ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারিরা।

Advertisement
  • 8/9

জানা গিয়েছে, ব্যাঙ্কের টানা ছুটিতেও স্বাভাবিক ভাবেই মিলবে ATM পরিষেবা বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। এখন অধিকাংশ মানুষই নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবার উপর নির্ভরশীল।

  • 9/9

বর্তমানে অধিকাংশ মানুষেরই ব্যাঙ্কের শাখায় যাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। ব্যাঙ্কের ছুটির দিনগুলিতেও নেট ব্যাঙ্কিং বা ATM পরিষেবা চালু থাকায় কোনও সমস্যাই হবে না।

Advertisement