অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে User ID খুবই গুরুত্বপূর্ণ। User ID ছাড়া নেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং সম্ভব নয়।
কিন্তু একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের পুরনো User ID অকেজো হয়ে যাচ্ছে। ফলে নতুন User ID তৈরি করাটা জরুরি হয়ে পড়ছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) জুড়ে গিয়েছে। ফলে ৩১ মার্চের মধ্যে PNB গ্রাহকদের পুরনো ব্যাঙ্কিং User ID পরিবর্তন করে নিতে হবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) পক্ষ থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) গ্রাহকদের কাছে একটি মেসেজ পাঠিয়ে অবিলম্বে নতুন User ID তৈরি করতে বলা হয়েছে। কিন্তু নতুন User ID ক্রিয়েট করবেন কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক...
নতুন User ID ক্রিয়েট করার জন্য প্রথমে 'know your user ID' অপশনে লগ-ইন করতে হবে। সংযুক্তিকরণের আগে যাঁরা ওরিয়েন্টাল ব্যাঙ্কের গ্রাহক ছিলেন তাঁরা ৮ সংখ্যার User ID-র শুরুতে 'O' বসিয়ে নিন।