scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!

সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!
  • 1/6

অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে User ID খুবই গুরুত্বপূর্ণ। User ID ছাড়া নেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং সম্ভব নয়। কিন্তু একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের পুরনো User ID অকেজো হয়ে যাচ্ছে। ফলে নতুন User ID তৈরি করাটা জরুরি হয়ে পড়ছে।

সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!
  • 2/6

দেশজুড়ে বর্তমানে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ চলছে। এর সূচনা হয়েছিল স্টেট ব্যাঙ্কের (SBI) সঙ্গে তার সহযোগী ৬টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের মাধ্যমে। এই সংযুক্তিকরণের অংশ হিসাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) জুড়ে গিয়েছে।

সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!
  • 3/6

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) সংযুক্তিকরণের ফলে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) গ্রাহকদের পুরনো User ID অকেজো হয়ে যাবে।

Advertisement
সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!
  • 4/6

এ বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) পক্ষ থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) গ্রাহকদের কাছে একটি মেসেজ পাঠানো হয়েছে।

সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!
  • 5/6

এই মেসেজে বলা হয়েছে, যাঁরা এখনও User ID পরিবর্তন করেননি, তাঁদের অবিলম্বে নতুন User ID তৈরি করতে বলা হয়েছে। না হলে ১ এপ্রিলের পরে ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের গ্রাহকদের পুরনো User ID অকেজো হয়ে যাবে।

সংযুক্তিকরণের জের; পুরনো User ID বাতিল হচ্ছে PNB-র গ্রাহকদের!
  • 6/6

যাঁরা এক সময় ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের গ্রাহক ছিলেন এবং বর্তমানে সংযুক্তিকরণের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহক, ১ এপ্রিলের পরেও নিরবিচ্ছিন্ন নেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা পেতে ৩১ মার্চের মধ্যে তাঁদের ব্যাঙ্কিং User ID পরিবর্তন করে নিতে হবে।

Advertisement