scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Damini App: বজ্রপাতের পূর্বাভাস পেতে ফোনে রাখুন এই অ্যাপ! বিপদের সঙ্কেত মিলবে ৩০ মিনিট আগেই

Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 1/8

গত কয়েক দিনে বজ্রাঘাতে বাংলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। ভারতে প্রতি বছর প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারান বজ্রাঘাতে! এমনই তথ্য উঠে আসছে সরকারি হিসাব থেকে। আধুনিক প্রযুক্তিগত সহায়তা, আবহাওয়া দফতরের আগাম সতর্কতা সত্ত্বেও এখনও মানুষের মৃত্যু হচ্ছে বজ্রাঘাতে।

Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 2/8

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বজ্রাঘাতে প্রতি বছর যত জনের মৃত্যু হয় তার মাত্র ৪ শতাংশ ঘটে শহরাঞ্চলে। বাকি ৯৬ শতাংশ বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে দেশের গ্রামাঞ্চলে।

Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 3/8

সরকারি হিসাব অনুযায়ী, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতে প্রায় ৪২ হাজার ৫০০ জনের মৃত্যু হয় বজ্রাঘাতে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ভারতে যত মানুষের মৃত্যু হয়, তার এক তৃতীয়াংশই প্রাণ হারান বজ্রাঘাতে।

Advertisement
Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 4/8

বজ্রাঘাতের বিপদ এড়াতে, আপনার চারপাশে বজ্রপাতের পূর্বাভাস পেতে স্মার্টফোনে ডাউনলোড করতে পারেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (IITM) যৌথ উদ্যোগে তৈরি অ্যাপ Damini।

Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 5/8

বছর তিনেক আগেই কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (IITM) পুনের গবেষকরা যৌথ উদ্যোগে চালু করেছিলেন Damini app। বর্তমানে যে হারে বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে এই অ্যাপ ব্যবহারের প্রয়োজনীতাও বেড়ে গিয়েছে।

Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 6/8

ইউজারের স্মার্টফোনের অবস্থান অনুযায়ী নির্দিষ্ট এলাকার আবহাওয়া সম্পর্কিত জরুরি তথ্য দেওয়ার পাশাপাশি ওই এলাকায় বজ্রপাতের অন্তত ৩০-৪০ মিনিট আগেই সতর্কবার্তা পাঠাবে Damini app।

Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 7/8

কী ভাবে কাজ করবে এই অ্যাপ? অ্যাপ অ্যাক্টিভেশনের পর ইউজারের স্মার্টফোনের অবস্থানের ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে কোথায় কোথায় বজ্রপাত হতে পারে, সে সম্পর্কে ৩০-৪০ মিনিট আগেই সতর্ক করে দেবে Damini।

Advertisement
Damini App: বজ্রপাতের অন্তত ৩০ মিনিট আগেই আপনাকে সতর্ক করবে এই অ্যাপ!
  • 8/8

অ্যাপে ইউজারের যে লোকেশন দেখাবে, সেখানে বাজ পড়ছে কিনা, সে বিষয়েও আগাম তথ্য দেবে Damini। অ্যাপের মানচিত্রের চিহ্নিত করা অংশের ঠিক নিচেই হিন্দি এবং ইংরেজিতে এই তথ্য দেওয়া হবে অ্যাপ ব্যবহারকারীকে।

Advertisement