scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

WBCADC Grocery Delivery Services: নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!

Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 1/8

করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় বেসামাল গোটা দেশ! পরিস্থিতির মোকাবিলায় ২৮টি রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলিতে জরুরি পরিষেবায় ছাড় মিললেও চাহিদা মতো পণ্য পরিবহণ না হওয়ার কারণে সমস্যায় একাধিক অনলাই গ্রসারি (Online Grocery) সংস্থা।

Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 2/8

দেশের ২৮টি রাজ্যে লকডাউনের জেরে একদিকে যেমন অনলাই গ্রসারির অর্ডার ৪০-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই করোনা আক্রান্ত কর্মীদের অনুপস্থিতি সামলে পরিষেবা স্বাভাবিক রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে Amazon Pantry, Flipkart Grocery, Bigbasket বা Grofers-এর মতো ই-কমার্স সংস্থাগুলিকে।

Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 3/8

এই পরিস্থিতিতে একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে ঘরে ঘরে বাজার পৌঁছে দেওয়ার পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনস্ত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের (WBCADC) Nature Bazar App।

Advertisement
Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 4/8

রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনস্ত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের (WBCADC) এই ওয়েব ও অ্যাপ ভিত্তিক পরিষেবা কাজ করবে Amazon Pantry, Flipkart Grocery, Bigbasket বা Grofers-এর মতো পেশাদার ই-কমার্স সংস্থাগুলির মতোই।

Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 5/8

মঙ্গলবার ওই পরিষেবার জন্য সল্টলেকে এর একটি নিজস্ব বিপণী চালু হয়েছে, যার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুধুমাত্র কলকাতা, বিধাননগর এলাকাতেই নয়, জেলায় জেলায় এই ধরনের বিপণী চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী।

ছবি Nature Bazar-এর পোর্টাল থেকে সংগৃহীত।

Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 6/8

জানা গিয়েছে, চলতি মাসের শেষদিকে এই অ্যাপ নির্ভর পরিষেবা চালুর চেষ্টা চলছে। আপাতত কলকাতাতেই মিলবে এই পরিবেষা। অ্যাপ চালু হওয়ার পর প্রথম পর্যায়ে Nature Bazar-এর পরিষেবা মিলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়।

ছবি Nature Bazar-এর পোর্টাল থেকে সংগৃহীত।

Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 7/8

অনলাইনে অর্ডার করলে Bigbasket বা Grofers-এর মতো চাল, ডাল, তেল-নুন, মাছ, মাংস, গুঁড়ো মশলা— সবই গ্রাহকের বাড়ি পৌঁছে দিয়ে আসবে পঞ্চায়েত দপ্তরের অধীনস্ত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের (WBCADC) Nature Bazar পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা।

Advertisement
Nature Bazar App আনছে রাজ্য সরকার, এবার দুয়ারে দুয়ারে পৌঁছাবে বাছাই করা বাজার!
  • 8/8

মুদি দোকানের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি রান্না করা খাবারের হোম ডেলিভারির পরিষেবাও পাওয়া যাবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনস্ত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের (WBCADC) Nature Bazar-এ।

ছবি Nature Bazar-এর পোর্টাল থেকে সংগৃহীত।

Advertisement