Advertisement
ইউটিলিটি

Bank of Baroda Recruitment 2021: ব্যাঙ্কে চাকরির দুর্দান্ত সুযোগ! ৫১১টি শূন্যপদে কর্মী নিচ্ছে Bank of Baroda!

  • 1/10

মোটা বেতনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। আপাতত ৫ বছরের চুক্তির ভিত্তিতে ব্যাঙ্কের ম্যানেজমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে মোট ৫১১টি আসনে কর্মী নিয়োগ করা হবে।

  • 2/10

সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, টেরিটরি হেড, গ্রুপ হেড, প্রোডাক্ট হেড, অপারেশন্স অ্যান্ড টেকনোলজি হেড, ডিজিটাল সেলস ম্যানেজার এবং ফাংশনাল অ্যানালিস্ট পদে নিয়োগ করা হচ্ছে।

  • 3/10

মোট ৫১১টি শূন্যপদের মধ্যে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে ৪০৭টি, রিলেশনশিপ ম্যানেজার পদে ৫০টি, টেরিটরি হেড পদে ৪৪টি, গ্রুপ হেড হিসাবে মোট ৬টি এবং এর মধ্যে ১টি আসন কলকাতায় রয়েছে।

Advertisement
  • 4/10

এছাড়া প্রোডাক্ট হেড পদে ১টি, অপারেশন্স অ্যান্ড টেকনোলজি হেড পদে ১টি, ডিজিটাল সেলস ম্যানেজার পদে ১টি এবং আইটি ফাংশনাল অ্যানালিস্ট পদে ১টি আসন রয়েছে।

  • 5/10

প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হতে হবে, সঙ্গে বিভিন্ন পদের ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট পদে অন্তত ২ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।

  • 6/10

উল্লেখিত শূন্যপদগুলির ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২১ পর্যন্ত হিসাব অনুযায়ী, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার ও আইটি ফাংশনাল অ্যানালিস্ট পদের ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে, টেরিটরি হেড ও ডিজিটাল সেলস ম্যানেজার পদে ৪০ বছরের মধ্য হওয়া চাই।

  • 7/10

এ ছাড়া, গ্রুপ হেড, প্রোডাক্ট হেড অপারেশন্স অ্যান্ড টেকনোলজি হেড পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২১ পর্যন্ত হিসাব অনুযায়ী, ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া চাই।

Advertisement
  • 8/10

উল্লেখিত শূন্যপদগুলির ক্ষেত্রে তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধী এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে যথাক্রমে ১০, ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।

  • 9/10

প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত বাছাই, পার্সোনাল ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এবং অন্যান্য পদ্ধতিতে। ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা (জিএসটি এবং ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত)। শারীরিক প্রতিবন্ধীদের ফি বাবদ ১০০ টাকা (জিএসটি এবং ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত) দিতে হবে। মহিলা বা সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের এই ফি দিতে হবে না।

  • 10/10

আবেদন জানাতে হবে ২৯ এপ্রিলের মধ্যে। অনলাইন রেজিস্ট্রেশন করে তবেই আবেদন জানানো যাবে। আবেদন জানানোর বিস্তারিত পদ্ধতি জানতে ক্লিক করুন ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.co.in-এ। এখানে Careers লিঙ্কে গিয়ে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পাবেন।

Advertisement