scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 1/7

জুলাইয়ের প্রায় অর্ধেক মাসই ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও বর্তমানের ডিজিটাল যুগে তরুণ-তরুণীরা তাদের ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় কাজ ঘরে বসেই সেরে ফেলেন। তবুও কিছু কিছু কাজের জন্য এখনও আমাদের ব্যাঙ্কে যেতে হয়।

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 2/7

শুধু তাই নয়, অধিকাংশ বয়স্করা এখনও ব্যাঙ্কে গিয়েই তাদের সমস্ত জরুরি কাজ সারেন। আপনার যদি ব্যাঙ্কে কোনও কাজ পেন্ডিং থাকে, তবে তা এ সপ্তাহেই সেরে নিন। কারণ, আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন বিভিন্ন কারণে ব্যাঙ্কের ছুটি রয়েছে।

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 3/7

কোন দিন ব্যাঙ্ক খুলবে এবং কোন দিন ব্যাঙ্ক ছুটি হবে, তা জানাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সেই অনুযায়ী, আপনিও আপনার ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলার পরিকল্পনা করে ফেলতে পারেন।

Advertisement
Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 4/7

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) জারি করা ছুটির তালিকা অনুযায়ী, জুলাই মাসে প্রায় ১৫ দিন ব্যাঙ্কে ছুটি থাকবে যার মধ্যে সাপ্তাহিক ছুটিও রয়েছে। এবার জেনে নেওয়া যাক আগামী সপ্তাহের কোন ৫ দিন, কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে...

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 5/7

এর পর ৯ জুলাই মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্কের ছুটি। ওই দিন ইদ-উল-আযহা (বকরি ইদ) উপলক্ষে কানপুর, তিরুবনন্তপুরম সহ দেশের বিভিন্ন অংশে ব্যাঙ্ক বন্ধ থাকছে। ১০ জুলাই দ্বিতীয় রবিবার, ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 6/7

১১ জুলাই ইদ-উল-আযহা (বকরি ইদ) উপলক্ষে জম্মু-কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকছে। ১৩ জুলাই ভানু জয়ন্তী এবং ১৪ জুলাই বেহ দিনখলাম উপলক্ষে শিলং-এ ব্যাঙ্কের শাখাগুলিতে পরিষেবা মিলবে না। 

Bank Holiday In July 2022: আগামী সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ব্যাঙ্কের ছুটি! কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ জেনে নিন
  • 7/7

১৬ জুলাই হারেলা উপলক্ষে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকছে। ১৭ জুলাই তৃতীয় রবিবার, ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি। সুতরাং, আগামী সপ্তাহের ১১, ১৩, ১৪, ১৬, ১৭ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে নানা উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকছে।

Advertisement