scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank Holidays: টানা ৭ দিন বন্ধ ব্যাঙ্ক! জরুরি কাজ সেরেছেন তো ?

সাত
  • 1/9

Bank Holidays Dec 2021: নতুন বছর আর মাত্র সাত দিন বাকি। চলতি বছরের বাকি সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে পাঁচ দিন ব্যাঙ্ক থাকবে। নতুন বছরের (New year 2022) আরও দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। (সব ছবি প্রতীকী)

অনুসারে
  • 2/9

ব্যাঙ্কগুলিতে জাতীয় ছুটির দিনগুলি ছাড়াও, রাজ্যগুলি অনুসারে আঞ্চলিক ছুটিও রয়েছে৷ বাকি সাত দিনের ছুটির হিসাব দেখলে দেখা যায়, শুক্রবার থেকে শুরু হওয়া প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে।
 

সারাদেশে
  • 3/9

 আজ ২৫ ডিসেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৬ ডিসেম্বর রবিবার। এই কারণে আজ ও আগামীকাল সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
 

Advertisement
মেঘালয়ে
  • 4/9

এর পরে, ২৭ ডিসেম্বর মিজোরামে বড়দিন উদযাপনের ছুটি রয়েছে। মেঘালয়ে, ৩০ ডিসেম্বর, ইউ কিয়াং নংবাহের সম্মানে ব্যাঙ্ক ছুটি থাকবে। 

শেষ
  • 5/9

মিজোরামে নতুন বছরের আগে ৩১ ডিসেম্বর, মাসের শেষ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ এভাবে বছরের বাকি সাত দিনের মধ্যে কোথাও কোথাও বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙ্কের কাজ।

বছরের
  • 6/9

আগামী সপ্তাহের শনিবার থেকে শুরু হচ্ছে নতুন বছর। তবে ১লা জানুয়ারি শনিবার নতুন বছরের ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটি থাকবে সারা দেশে। 

জানুয়ারি
  • 7/9

এরপর ২রা জানুয়ারি রবিবার সারা দেশে ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে। প্রায় সাত দিনের পর ৩রা জানুয়ারি থেকে ব্যাঙ্কিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে।

Advertisement
ডিজিটাল
  • 8/9

যারা অনলাইন ব্যাঙ্কিং লেনদেন করেছেন তাদের চিন্তার কিছু নেই। সকল ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই ভিত্তিক পরিষেবা (ইউপিআই), মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদি স্বাভাবিক ভাবে কাজ করবে। 

এটিএম
  • 9/9

ব্যাঙ্কগুলি ইতিমধ্যে ব্যবস্থা করতে শুরু করেছে, যাতে গ্রাহকরা সপ্তাহে এটিএম থেকে টাকা তুলতে কোনও সমস্যায় না পড়েন। এ জন্য এটিএম-এ নগদের সহজলভ্যতা বজায় রাখতে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement