Advertisement
ইউটিলিটি

Bank Holidays in January 2022 : জানুয়ারিতে ১৬ দিন বন্ধ ব্য়াঙ্ক, দেখে নিন সেই লিস্ট, হয়রানি কমবে

  • 1/11

Bank Holidays in January 2022: একটি বছর শেষ হতে চলল। এব আরও একটি বছর আসতে চলেছে। সবাই মেতে উঠবেন নতুন উৎসাহে। নতুন উদ্যমে কাজ শুরু করবেন। 

আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

  • 2/11

ইংরেজি নতুন বছরের প্রথম মাসে ব্য়াঙ্কে কোন কোন দিন ছুটি (Bank Holidays in January 2022), তা কি জানা আছে? চলুন দেখে নেওয়া যাক। তা হলে কাজকারবারে সুবিধা হবে। 

আরও পড়ুন: Monalisa ফ্লোরাল শর্ট ড্রেসে জলের ধারে আবেদনের ঢেউ তুলেছেন, দেখুন

  • 3/11

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই বা RBI) জানুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, জানুয়ারি মাসে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মানে ৩১ দিনের মধ্যে ১৫ দিন কাজ কারবার হবে। 

আরও পড়ুন: ফের Urfi Javed, এবার হলুদ রঙের ব্রা-র সঙ্গে মানানসই ব্য়াগ, সঙ্গে গোয়ার গয়না

 

Advertisement
  • 4/11

প্রতি রবিবার ব্য়াঙ্ক এমনিতে বন্ধ থাকে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকে।

আরও পড়ুন: স্কুটিতে লেখা SEX, বাড়ি থেকে বেরোনো দায় দিল্লির কলেজ পড়ুয়ার

  • 5/11

জানুয়ার মাসে রয়েছে ৫টি রবিবার। এর পাশাপাশি রয়েছে দু'টি জাতীয় ছুটি। জানুয়ারি মাসে ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ জানুয়ারি রবিবার পড়েছে। ফলে সেই দিন ব্য়াঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: নয়া 'কুছ খাস হ্য়ায়!' ক্যাডবেরির নতুন অ্যাডে অর্ধেক আকাশের জয়গাথা

  • 6/11

৮, ২২ তারিখও ব্য়াঙ্ক বন্ধ থাকবে। কারণ সেই দিনগুলি হল মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। 

আরও পড়ুন: হুগলিতে বাড়ির টালির চালা খুলে গুলি করে খুনের চেষ্টা, ভাড়া করা হয়েছিল 'সুপারি কিলার'

  • 7/11

এবার বাকি ছুটিগুলিও দেখে নিই। ১ জানুয়ারি সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ সেদিন ইংরেজি নতুন বছর।

আরও পড়ুন: 'তোলামূল'কে হারানোর জন্য ত্রিপুরাকে ধন্যবাদ, TMC-কে বিঁধলেন শুভেন্দু

 

Advertisement
  • 8/11

৪ জানুয়ারি সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ সেখানে লোসং রয়েছে। ১১ জানুয়ারি মিজোরামে ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। কারণ ওই রাজ্যে মিশনারি ডে উপলক্ষে ছুটি থাকবে।

  • 9/11

১২ জানুয়ারি বংলার স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্য ছুটি। বন্ধ থাকবে ব্যাঙ্কও। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি এবং পোঙ্গল উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে ব্য়াঙ্ক বন্ধ থাকবে।

 

  • 10/11

তারপরের দিন মানে ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি, মাঘী সংক্রান্তি,পোঙ্গল, ত্রিরুভুল্লা ডে, সংক্রান্তি উপলক্ষে পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ছুটি। ১৮ জানুয়ারি চেন্নাইয়ে থাই পোসাম। তাই ব্য়াঙ্কের পরিষেবা পাওয় যাবে না।

  • 11/11

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রল বসুর জন্মদিবস। বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেদিন রবিবার পড়েছে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। দেশে ব্যাঙ্ক বন্ধ। জানুয়ারি মাসের শেষ দিন অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ সেখানে মে দাম মে ফি রয়েছে।

Advertisement