scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Bank Holidays In October 2021: অক্টোবরে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন ছুটির তালিকা

Bank Holidays
  • 1/13

আর কয়েকদিন পরেই আসতে চলছে চলতি বছরের দশম মাস অর্থাৎ অক্টোবর। আর অক্টোবর জুড়ে রয়েছে নানা উৎসব। দুর্গাপুজো থেকে শুরু করে নবরাত্রি, দেশরা, বিজয়া দশমী, ঈদ সবকিছুই রয়েছে অক্টোবরে। আর এই উৎসবের মরশুমে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Bank Holidays
  • 2/13

উৎসবের মরশুমে সব ব্যাঙ্কেই তাই  'ছুটির মেলা'। এরমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI)ছুটির তালিকা অনুযায়ী অক্টোবরে ১৪টি ঘোষিত ব্যাঙ্কের ছুটি(Bank Holidays) রয়েছে।

Bank Holidays
  • 3/13

তবে এই ছুটি রাজ্য অনুসারে আলাদা আলাদা হতে পারে। সব রাজ্যের ক্ষেত্রে এই ২১ দিনের ছুটি নাও থাকতে পারে। মূলত, সেই রাজ্যের উৎসব অনুযায়ী সেখানকার ব্যাঙ্কের ছুটি স্থির করা হয়। তবে পাবলিক হলিডে ও গেজেটেড হলিডেতে স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
 

Advertisement
Bank Holidays
  • 4/13

এছাড়া ৪টি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে সাতদিন সপ্তাহ শেষের ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। 

Bank Holidays
  • 5/13

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়।  'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। 

Bank Holidays
  • 6/13


অক্টোবরের যেদিন গুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে সেগুলি হল, ১,২,৩,৬,৭,৯,১০,১২,১৩, ১৪, ১৫,১৬,১৭,১৮,১৯, ২০,২২,২৩,২৪, ২৬ এবং ৩১।

Bank Holidays
  • 7/13

RBI ছুটির তালিকা অনুযায়ী অক্টোবর ১ : ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং (গ্যাংটক), অক্টোবর ২: মহাত্মা গাঁন্ধী জয়ন্তী (সব রাজ্যের জন্য) , অক্টোবর ৬: মহালয়া অমাবষ্যা(আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা), অক্টোবর ৭: , মোরা চৌরেলা হাওবা এর জন্য ইম্ফলে (Imphal) বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

Advertisement
Bank Holidays
  • 8/13

অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমী(আগরতলা, কলকাতা), অক্টোবর ১৩:  দুর্গাপুজো মহাঅষ্টমী(আগরতলা, ভূবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল , কলকাতা, রাঁচি, পটনা), অক্টোবর ১৪:  দুর্গাপুজো মহানবমী/দশেরা/অযুথা পুজা (আগরতলা (Agartala), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), গ্যাংটক (Gangtok), গুয়াহাটি (Guwahati), কানপুর (Kanpur), কোচি (Kochi), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), পটনা (Patna), রাঁচি (Ranchi), শিলং (Shilong), তিরুবনন্তপূরমে (Thiruvanantapuram)), অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/দশারা/দশেরা (সিমলা (Shimla) ও ইম্ফল (Imphal) ছাড়া সারা দেশেই বন্ধ থাকবে)।
 

Bank Holidays
  • 9/13

৩ অক্টোবর (October 3, 2021), ১০ অক্টোবর (October 10, 2021), ১৭ অক্টোবর (October 17, 2021), ২৪ অক্টোবর (October 24, 2021), ৩১ অক্টোবর (October 31, 2021), রবিবার হওয়ার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

Bank Holidays
  • 10/13

৯ অক্টোবর (October 9, 2021), ২৩ অক্টোবর (October 23, 2021), শনিবার (Saturday), (যথাক্রমে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, Second and Third Saturday of the October 2021) তাই বন্ধ থাকছে ব্যাঙ্ক ৷
 

Bank Holidays
  • 11/13


১৮ অক্টোবর (October 18, 2021): বিহুর (Vihu or Bihu) জন্য গুয়াহাটিতে (Guwahati)ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ১৯ অক্টোবর (October 19, 2021): ইদ-ই-মিলাদ/ইদ-এ-শরীফ/মিলাদ-এ-শরীফ/বারাবফাত- এই কারণে আহমেদাবাদ (Ahmedabad), বেলাপুর (Belapur), ভোপাল (Bhopal), চণ্ডীগড় (Chandigarah), কলকাতা (Kolkata) ও সিমলায় (Shilmla) বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম ৷

Advertisement
Bank Holidays
  • 12/13

অক্টোবর ২০: মহর্ষি বল্মিকির জন্মদিন/লক্ষ্মীপুজো/ইদ-এ-মিলাদ এই উপলক্ষ্যে আগরতলা (Agartala), বেঙ্গালুরু (Bengaluru), চণ্ডীগড় (Chandigarh), কলকাতা (Kolkata) ও সিমলায় (Shimla) বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ অক্টোবর ২২: শুক্রবার ও ইদ-ই-মিলাদুল-নবি (জম্মু, শ্রীনগর), অক্টোবর ২৬: অধিগ্রহণ দিন (জম্মু, শ্রীনগর)।

Bank Holidays
  • 13/13

তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগেই সেরে রাখা ভাল। নইলে উৎসবের মরশুমে পস্তাতে হতে পারে।
 

Advertisement