scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

মাত্র ৩ মাসে এই সংস্থার শেয়ার সূচক বেড়ে ১৬ লক্ষ, বিপুল লাভ ইনভেস্টরদের

শুক্রবার
  • 1/5

শুক্রবার বিএসই সেনসেক্স রেকর্ড ৬০ হাজার পয়েন্ট অতিক্রম করে। গত দু'বছর ধরে শেয়ারবাজার এভাবেই বেড়ে চলেছে। গত ৩ মাসে রাসায়নিক খাতে এক কোম্পানির স্টক বেড়েছে। এদের বিনিয়োগকারীরা ১৫০০%এরও বেশি রিটার্ন পেয়েছে।
 

এক রাসায়নিক
  • 2/5

এক রাসায়নিক কোম্পানি কন্টিনেন্টাল কেমিক্যালস -এর শেয়ার ৩ মাস আগে, ২৪ জুন ২০২১ -এ মাত্র ২১.৪৯ টাকা ছিল। শুক্রবার শেয়ারবাজারে এর দাম ১৪৯৭.২৫% থেকে বেড়ে ৩৪৩.৫ টাকায় পৌঁছেছে।
 

কন্টিনেন্টাল
  • 3/5

কন্টিনেন্টাল কেমিক্যালস স্টক হল একটি পেনি স্টক। এই স্টক গত ২১ দিনে ১৭৭.৯৪% লাভ করেছে। শুক্রবার ৪.৯৯% লাভের সঙ্গে বাজার খোলে এবং এর স্টকের মূল্য ছিল ৩২৬.৯৫ টাকা।
 

Advertisement
ধরে নেওয়া যাক
  • 4/5

ধরে নেওয়া যাক, যদি কেউ জুন মাসে কন্টিনেন্টাল কেমিক্যালের স্টকে বিনিয়োগ করত, তাহলে এখন তার ১ লক্ষ টাকার বিনিয়োগ ১৫.৯৮ লক্ষ টাকা হয়ে যেত। গত ৩ মাসে সেনসেক্স মাত্র ১৩.৯৪% লাভ করেছে।
 

কন্টিনেন্টাল
  • 5/5

কন্টিনেন্টাল কেমিক্যালস স্টকের গ্রাফ দেখলে বোঝা যাবে, ২০২১-র শুরু থেকে এখনও পর্যন্ত এটি ১৭০৬.৫৮% লাভ করেছে। যেখানে মাত্র এক মাসের মধ্যে ১৯২%বৃদ্ধি পেয়েছে।
 

কন্টিনেন্টাল কেমিক্যালসের স্টক পেনি স্টক ক্যাটাগরির অন্তর্গত। এ ধরনের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ।
 

Advertisement