১ অগাস্ট থেকে চেক ব্যবহারে (Cheque Rule) নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এবার থেকে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেক দেওয়ার (Cheque Isuue) আগে বিশেষ সতর্ক থাকতে হবে গ্রাহকদের।
রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, ১ আগস্ট থেকেই ব্যাঙ্কের ছুটির দিনেও সক্রিয় রয়েছে ব্যাঙ্কিং পরিষেবার বাল্ক পেমেন্ট সিস্টেম ‘ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস’ (NACH)।
ব্যাঙ্কের ছুটির দিনেও ‘ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস’ (NACH)-এর পরিষেবা সক্রিয় থাকায় শুধুমাত্র বেতনের প্রক্রিয়াতেই নয়, প্রভাব পড়বে pension, লোনের EMI, বিল পেমেন্টের ক্ষেত্রেও।
১ আগস্টের আগে পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকলে বা ব্যাঙ্কের ছুটির দিনে লোনের EMI, বিল পেমেন্টের অটোমেটেড ক্লিয়ারিং-এর ক্ষেত্রে দিনের হেরফের হতো।
কিন্তু ১ আগস্ট থেকে নির্ধারিত দিনেই লোনের EMI, বিল পেমেন্টের অটোমেটেড ক্লিয়ারিং হয়ে যাচ্ছে। তাই সতর্ক থাকতে হবে ব্যাঙ্কের ব্যালেন্স (Account Balance) পর্যাপ্ত আছে কি না, সে বিষয়েও।
কারণ, শনিবার শেষ মুহূর্তে ব্যাঙ্কে জমা দেওয়া চেকও রবিবার সকালের মধ্যেই ক্লিয়ার হতে পারে। তাই অ্যাকাউন্টে সর্বদা পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে হবে। কারণ, চেক বাউন্স হলে মোটা অঙ্কের পেনাল্টি গুণতে হবে।