কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
দীনদয়াল অন্তোদয় যোজনা-রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা অভিযানের অধীনে কমিউনিটি অর্গানাইজার পদে কর্মী নিয়োগ করছে কলকাতা পুরসভা।
রাজ্যের যে কোনও জেলা থেকেই ইচ্ছুক প্রার্থীরা এই কমিউনিটি অর্গানাইজার পদের জন্য আবেদন করতে পারবেন। কোনও রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: কলকাতা পুরসভার কমিউনিটি অর্গানাইজার পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর সামাজিক উন্নয়নমূলক (সোশ্যাল ডেভলপমেন্ট) ক্ষেত্রে অন্তত ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। সঙ্গে কম্পিউটারের বেসিক (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) জ্ঞান থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা: কলকাতা পুরসভার কমিউনিটি অর্গানাইজার পদের জন্য আবেদনকারী বয়স ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে।
এক বছরের চুক্তি ভিত্তিতে নিযুক্ত কমিউনিটি অর্গানাইজার পদের কর্মীরা মাসিক ১০,০০০ টাকা বেতন পাবেন।