scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 1/8

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্যভাতা (DA) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (DR) এর বকেয়া মেটানোর প্রস্তুতি চলেছে।

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 2/8

তবে প্রশ্ন উঠছে যে, এতে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) পে ম্যাট্রিক্সে কার্যকর করা হবে কিনা বা কর্মচারিদের বেতনে এর কতটা প্রভাব পড়বে!

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 3/8

জিসিএমের জাতীয় কাউন্সিলের মতে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) DA এবং DR বকেয়া মেটানোর প্রক্রিয়া পুনরায় চালু হতে সময় লাগবে।

Advertisement
6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 4/8

এ দিকে ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে বাংলায়! সম্প্রতি নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি এ কথা জানিয়েছে রাজ্য সরকার।

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 5/8

নবান্ন থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। এই নির্দেশ কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকেই।

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 6/8

নবান্ন সূত্রে জানানো হয়েছে যে, ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) মেয়াদ বাড়ানো হলেও বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনা হবে না।

6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 7/8

নবান্ন সূত্রে জানানো হয়েছে যে, সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা, জমা ছুটির মতো একাধিক জরুরি বিষয় খতিয়ে দেখা হবে ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) এই বর্ধিত মেয়াদে।

Advertisement
6th Pay Commission: ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও তিন মাস বেড়েছে বাংলায়!
  • 8/8

এর পাশাপাশি বর্তমানে কোন সরকারি দফতরে কত কর্মী রয়েছেন বা ওই দফতরে কত কর্মীর প্রয়োজন রয়েছে— এই বিষয়গুলিও খতিয়ে দেখার জন্য ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) মেয়াদ বাড়ানো হয়েছে।

Advertisement