দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!
দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজা ৯০২ জন, মৃত্যু হয়েছে ৩,২৯৩ জনের। এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি।
বাংলায় অক্সিজেনের ঘাটতি না থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই কমছে হাসপাতালে বেডের সংখ্যা। করোনা পরিস্থিতির মোকাবিলায় বেডের সংখ্যা বাড়ানো হল রাজ্যের ৪৯টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে।
স্বাস্থ্যদফতর সূত্রে খবর, বর্তমান পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের ৪৯টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সব মিলিয়ে ৫ হাজার ৬৭৩টি বেড বাড়ানো হয়েছে।
রাজ্যের বেসরকারি হাসপাতালের প্রায় ১৪০০ বেড করোনার জন্য নেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরেও প্রতিদিন যে হারে বাড়ছে করোনা সংক্রমণ আর ভাইরাসে আক্রান্তের সংখ্যা, তাতে বেড বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে রাজ্যের কোন হাসপাতালে ক’টা বেড খালি রয়েছে, তা জানার জন্য বিশেষ অ্যাপ তৈরি করছে রাজ্য প্রশাসন। এই অ্যাপ থেকে হাসপাতালের কোভিড বেডের সংখ্যা, অক্সিজেন জোগানের ঠিকানা সহজেই পেয়ে যাবেন রাজ্যের মানুষ।
ICMS (Integrated covid management system) নামে অ্যাপটি থেকে অনায়াসে জানা যাবে রাজ্যের কোন হাসপাতালে ক’টা বেড খালি রয়েছে, কোথায় গেলে মিলবে অক্সিজেন, ইত্যাদি জরুরি তথ্য।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার থেকেই Google Play Store-এ উপলব্ধ হওয়ার কথা এই অ্যাপটির। এই অ্যাপ স্মার্টফোনে থাকলে বাড়ির কাছের কোন হাসপাতালে কটা বেড খালি রয়েছে তা সহজেই জেনে নেওয়া যাবে।