scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন কলকাতার ৩০০ App CAB চালক!

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজা ৯০২ জন, মৃত্যু হয়েছে ৩,২৯৩ জনের।

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 2/9

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 3/9

বাংলায় অক্সিজেনের ঘাটতি না থাকলেও করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই কমছে হাসপাতালে বেডের সংখ্যা। এই পরিস্থিতিতে ক্রমশ প্রকট হচ্ছে অ্যাম্বুলেন্সের সমস্যা। অ্যাম্বুলেন্সের অভাবে অনেক সময় করোনা রোগী সময মতো হাসপাতালেই পৌঁছাতে পারছেন না।

Advertisement
Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 4/9

কখনও অ্যাম্বুলেন্সের অভাবে করোনা রোগীকে বিপজ্জনক ভাবে বাইকে বসিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াতে হচ্ছে রোগীর পরিজনকে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহরের তিনশো অ্যপ ক্যাব চালক।

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 5/9

বার বার ফোন করেও যখন অ্যাম্বুল্যান্স মিলছে না, যখন পরিস্থিতির সুযোগ নিয়ে আকাশছোঁয়া দর হাঁকাচ্ছেন অ্যাম্বুল্যান্স চালকরা, তখন কলকাতা শহরের ৩০০টি অ্যপ ক্যাব এক ফোনে পৌঁছে যাবে আপনার কাছে, রোগীকে ন্যায্য ভাড়ায় পৌঁছে দেবে কাছের হাসপাতালে।

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 6/9

তবে কোনও অ্যাপ থেকে বুক করা যাবে না এই সমস্ত ক্যাব। এর জন্য নির্দিষ্ট চারটি হেল্পলাইন নম্বর চালু করেছে বাম শ্রমিক সংগঠন CITU সমর্থিত অ্যাপ ক্যাবের অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন।

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 7/9

CITU সমর্থিত অ্যাপ ক্যাবের অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পোস্ট করা চারটি হেল্পলাইন নম্বর এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নম্বরগুলি হল, ৯৮৭৪৪০৪০৪০, ৯০০৭৭৭৪১১৬, ৯৬৭৪০০০৮৫৮ এবং ৯৭৪৮৪৬৩২৩৭।

Advertisement
Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 8/9

এর ভাড়া কেমন হবে? এ প্রসঙ্গে CITU সমর্থিত অ্যাপ ক্যাবের অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ভাড়া নির্ধারিত হবে অ্যাপ ক্যাবের হিসাবেই। ঘণ্টা প্রতি বা কিলোমিটার প্রতি ভাড়া দিতে হতে পারে যাত্রীকে।

Covid রোগীদের সুলভে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ৩০০ App CAB চালক!
  • 9/9

করোনা সঙ্কটকালে যখন রোগীর পরিবার মোটা টাকা দিয়েও অ্যাম্বুল্যান্স পাচ্ছেন না, তখন শহরের এই ক্যাব চালক ও CITU সমর্থিত অ্যাপ ক্যাবের অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের এই উদ্যোগ আশা জোগাচ্ছে শহরের মানুষকে।

Advertisement