scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Daily Commute Problem: করোনা যোদ্ধা, তবুও জায়গা মেলেনি ট্রেনে! নিত্যদিনের হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 1/10

গত ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। পরিস্থিতি সামাল দিতে ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সারাদিনে হাতে-গোনা ট্রেন চলছে রেলকর্মীদের জন্য।

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 2/10

বিগত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত। ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে ৩০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন হাজার খানেক কর্মী।

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 3/10

এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে কোনও সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি দিতে নারাজ রেল কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদেরই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি মিলেছে।

Advertisement
Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 4/10

কিন্তু স্বাস্থ্যকর্মীরা যদি পরিচয়পত্র দেখিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি পান, তাহলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বাংলার ব্যাঙ্ককর্মীরা অনুমতি পাবেন না কেন? প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক উনিয়ন্স (UFBU)-এর প্রাক্তন আহ্বায়ক গৌতম বসু।

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 5/10

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দেশজুড়ে লক্ষাধিক ব্যাঙ্ককর্মী করোনায় আক্রান্ত, প্রাণ হারিয়েছেন প্রায় ১,২০০। প্রাণ হাতে নিয়ে যাঁরা ব্যাঙ্কিং ক্ষেত্রের জরুরি পরিষেবা সচল রাখতে চেষ্টা চালাচ্ছেন, তাঁদেরই নিয়মিত জরিমানা দিতে হচ্ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার ‘অপরাধে’! 

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 6/10

গত সোমবারই ব্যাঙ্ককর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি চেয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক উনিয়ন্স (UFBU)-এর আহ্বায়ক গৌতম নিয়োগি। বৃহস্পতিবার একই কারণে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভজ্যোতি চট্টপাধ্যায়। কিন্তু এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি পূর্ব রেল কর্তৃপক্ষ।

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 7/10

করোনা যোদ্ধাদের বিশেষ ট্রেনে যাতায়াতের অধিকার নেই। ব্যাঙ্ক কর্মচারীদের করোনা যোদ্ধা হিসাবে টিকাকরণের অগ্রাধিকার রাজ্য সরকার দিলেও রেল চালিত বিশেষ ট্রেনে ব্যাঙ্ক কর্মচারীদের যাতায়াতের অধিকার নেই! ক্ষোভের সঙ্গে জানান, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।

Advertisement
Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 8/10

সঞ্জয়বাবু জানান, পরিবহণ বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ সব বন্ধ কিন্তু ব্যাঙ্ক কর্মচারীদের কোনও ছুটি নেই। তার ওপর ইয়াসের ভ্রুকুটি। দূরদূরান্ত থেকে ব্যাঙ্ক কর্মচারীরা জনগণের সেবা দিতে আসছেন। কেউ কি চিন্তা করেছেন তাঁরা কী করে আসছে!

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 9/10

সঞ্জয়বাবুর অভিযোগ, বার বার বিভিন্ন কতৃপক্ষকে বলা সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি। এখন গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। অনেকেই অপারগ হয়ে চাকরি বাঁচাতে দীর্ঘ পথ হেঁটে এসে কাজে যোগ দিচ্ছেন। ফলে ব্যাঙ্ক কর্মচারীদের মনে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে।

Daily Commute Problem: এখনও জায়গা মেলেনি ট্রেনে; নিত্য হয়রানিতে ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা!
  • 10/10

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের (SBIOA) সাধারণ সম্পাদক তথা অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভজ্যোতি চট্টপাধ্যায় বলেন, “কোভিড যোদ্ধার স্বীকৃতি মিললেও মেলেনি তেমন কোনও বিশেষ সুযোগ-সুবিধা। তাই দেশজুড়ে ব্যাঙ্কিং ক্ষেত্রের জরুরি পরিষেবা সচল রাখতে যথেষ্ট ‘কাঠ-খড় পোড়াতে হচ্ছে’ ব্যাঙ্ককর্মীদের। উল্টে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার ‘অপরাধে’ প্রতিদিন জরিমানা করা হচ্ছে ব্যাঙ্ককর্মীদের।”

Advertisement