scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছেই থাকছে। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 2/9

করোনা সংক্রমণ ঠেকাতে দেশের ২৮ রাজ্যে চলছে লকডাউন। এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। লকডাউনেও জরুরি পরিষেবা হিসাবে সীমিত সময়ের জন্য খোলা থাকছে ব্যাঙ্কের শাখা।

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 3/9

তবে ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় সেখানে যেতে পারছেন না অনেকেই। এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে Doorstep Banking Service চালু করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)।

Advertisement
SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 4/9

করোনা অতিমারীতে ব্যাঙ্কের শাখায় ছোটার প্রয়োজন নেই, এ বার বাড়ি বসেই ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারবেন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহকরা।

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 5/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই Doorstep Banking পরিষেবায় নতুন চেক বই, পে অর্ডার, আইটি চালান, ড্রাফট, চেক ইত্যাদির পিকআপ পরিষেবা পাওয়া যাবে।

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 6/9

পাশাপাশি স্টেট ব্যাঙ্কের (SBI) এই Doorstep Banking পরিষেবায় মিলবে পে অর্ডার, ড্রাফট, টার্ম ডিপোজিট, TDS, Form 16 সার্টিফিকেট ইত্যাদির রিসিপ হোম ডেলিভারি পরিষেবাও।

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 7/9

স্টেট ব্যাঙ্কের (SBI) এই Doorstep Banking পরিষেবায় উপকৃত হবেন অবসরপ্রাপ্ত প্রবীণরাও। পেনশনভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা KYC ডকুমেন্ট সংগ্রহের মতো সুবিধাগুলি তাঁরা বাড়িতে বসেই পেয়ে যাবেন।

Advertisement
SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 8/9

কী ভাবে পাবেন এই সুবিধা? SBI Doorstep Banking Service পেতে হলে গ্রাহককে আগাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য টোল-ফ্রি নম্বর 1800 1037 188 অথবা 1800 1213 721 নম্বরে কল করে রেজিস্ট্রেশন করাতে হবে।

SBI Doorstep Banking Service: গ্রাহকের বাড়ি গিয়ে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI! জানুন রেজিস্ট্রেশনের পদ্ধতি
  • 9/9

SBI Doorstep Banking পরিষেবায় টাকা তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে রয়েছে একটি নির্দিষ্ট সীমা। দিনে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা অথবা জমা করতে পারবেন গ্রাহক। পরিষেবার সার্ভিস চার্জ বাবদ প্রতি ভিজিটে নন-ফিন্যান্সিয়াল লেনদেনে গুনতে হবে ৬০ টাকা সঙ্গে অতিরিক্ত GST, ফিন্যান্সিয়াল লেনদেনের চার্জ ১০০ টাকা সঙ্গে অতিরিক্ত GST।

Advertisement