দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!
দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজা ১৪৪ জন, মৃত্যু হয়েছে ২,৭৭১ জনের।
ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই একাধিক বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশজুড়ে ফের চালু হয়েছে অনলাইন ক্লাস। এই পরিস্থিতিতে একটি মেসেজ রীতিমতো ভাইরাল হয়েছে সর্বত্র! একটি ‘ফ্রি ইন্টারনেট ডেটা’ পাওয়ার মেসেজ ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া এই মেসেজে বলা হচ্ছে, অনলাইন ক্লাসের জন্য নাকি দেশের ১০ কোটি পড়ুয়াকে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দিচ্ছে কেন্দ্র সরকার। এই মেসেজ ফরোয়ার্ড করলেই মিলবে এই ফ্রি ডেটা।
ফ্রি ইন্টারনেট ডেটা পাওয়ার আশায় এই মেসেজ পরিচিত একাধিক জনকে ফরোয়ার্ড করেছেন অনেকেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ভাবেই দ্রুত ছড়িয়ে পড়েছে এই বার্তাটি। কিন্তু মেসেজ ফরোয়ার্ড করার পরেও ফ্রি ইন্টারনেট ডেটা মিলছে কি!
এই মেসেজ দশ জনকে ফরোয়ার্ড করার পরেও ফ্রি ইন্টারনেট ডেটা মিলছে না। কারণ, এটি একটি ভুয়ো মেসেজ। একাধিক টেলিকম সংস্থার ছব্ দেওয়া এই মেসেজ সম্পর্কে সকলকে সতর্ক করেছে Cellular Operators Association of India (COAI)।
সম্প্রতি একটি টুইট বার্তায় Cellular Operators Association of India (COAI)-এর পক্ষ থেকে বলা হয়েছে, “এই ধরনের ভুয়ো মেসেজ সম্পর্কে সতর্ক থাকুন। বন্ধুদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও এ বিষয়ে সতর্ক করুন।”
Urgent Message on Public Advisory:
— COAI (@ConnectCOAI) April 21, 2021
DO NOT click on the URL in this message.
Beware of such fraudulent messages. There is no such scheme from the Government or Telecom Service Providers. Don't share or forward such messages and also alert your family and friends. @airtelindia pic.twitter.com/bzOA9x8Lhu
COAI-এর পক্ষ থেকে ওই টুইট বার্তায় আরও বলা হয়েছে, “এই ধরনের মেসেজের সঙ্গে থাকা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। কেন্দ্র সরকার বা কোনও টেলিকম সংস্থার এমন কোনও অফার নেই। তাই এগুলি ফরোয়ার্ডও করবেন না।”