বিশ্ব রাজনীতির অস্থিরতা, মার্কিন শুল্কনীতি নিয়ে উদ্বেগ, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা-রুপো কেনা এবং ETF-এ ব্যাপক বিনিয়োগ, এই সবই মূল্যবান ধাতুর দামে বাড়তি চাপ তৈরি করেছে।
Tourist Spot Visit Darjeeling: সম্প্রতি এই সাইটসিইং নিয়েই দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, পাহাড়ের চালকরা সমতলের গাড়িগুলিকে টাইগার হিল, সিটং, লামাহাটা সহ বিভিন্ন গন্তব্যে যেতে বাধা দিচ্ছিলেন। এমনকি কিছু চালককে খাদা পরিয়ে ‘শুধু যাত্রী নামিয়ে ফিরে যেতে হবে’, এই নির্দেশও দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন সমতলের চালকরা।
NPS, UPS এবং APY-এর বিনিয়োগে এবার সোনা, রুপো ETF-এ বিনিয়োগের সুযোগ মিলবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হল NPS-কে আরও বৈচিত্রময় এবং ভাল রিটার্ন পাওয়ার উপযোগী করে তোলা। তবে আশঙ্কা করা হচ্ছে এতে বাড়বে ঝুঁকির বিনিয়োগ।
এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে বাংলায়। এনুমারেশন ফর্ম জমা দেওয়া এবং আপলোড করার কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর শুরু হয়েছে খসড়া ভোটার লিস্ট তৈরির কাজ। ১৬ তারিখ সেই লিস্ট বেরবে। তারপর প্রয়োজনে ভোটারদের শুনানি বা হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন।
হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বাতিল করা হল ২৯টি লোকাল ট্রেন। শনি-রবিবার মিলে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উন্নয়নমূলক কিছু কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাথার উপর একটা ছাদ হোক, এটা অনেকেরই স্বপ্ন থাকে। তবে বর্তমানে যে হারে দাম বাড়ছে, সেখানে নগদ টাকায় আর বাড়ি বা ফ্ল্যাট কেনা সম্ভব নয়। তখন হোম লোন নেওয়া ছাড়া থাকে না উপায়। আর এই লোনের সুদের হার খুব একটা বেশি নয়। তাই হোম লোন নিতে চান অনেকেই।
১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কেউ গ্রাম সুরক্ষা যোজনা প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই পোস্ট অফিস স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। পোস্ট অফিসের এই স্কিমে কোনও ঝুঁকি ছাড়াই একটি বিশাল তহবিল তৈরি করতে পারেন। পোস্ট অফিস বিমার আওতায় বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে একটি হল গ্রাম সুরক্ষা যোজনা।
এতদিন সকলেই বাজি ধরতেন সোনার উপর। তবে বর্তমানে রুপোর দামও হু হু করে বাড়ছে। ২ লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে ১ কেজির রুপোর দাম। আর এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন, এখন কি রুপোয় বিনিয়োগ করাই ভাল? রুপোর দাম কি আরও বাড়তে পারে? আর এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলি, হ্যাঁ, রুপোর দাম বাড়তেই পারে। এটা পৌঁছে যেতে পারে নতুন উচ্চতায়। আর এমনটা এমনি এমনি বলছি না। তার পিছনে রয়েছে একাধিক কারণ।
যারা বাইক এবং স্কুটারের মতো দু'চাকার গাড়ি চালান তাদের বেশিরভাগই মনে করেন যে যদি তারা চপ্পল পরে বাইক চালান, তাহলে তাদের জরিমানা করা হবে। কিন্তু এটা কি আসলেই সত্যি? মোটর ভেহিকেল আইনে চপ্পল, হাফ শার্ট বা লুঙ্গি পরে বাইক বা গাড়ি চালানোর জন্য জরিমানার আইন আছে কিনা।
বেসরকারি চাকরির জমানায় রিটায়ারমেন্ট নিয়ে তো ভাবতেই হবে। কারণ, আপনার কাছে তো আর সরকারি পেনশনের অপশন নেই। তাই মাইনের কিছুটা টাকা প্রতিমাসেই জমাতে হবে। তার মাধ্যমেই তৈরি করতে হবে পেনশন ফান্ড। তবে ভাল বিষয় হল, এমন কিছু পেনশন প্ল্যানও রয়েছে, যেগুলিতে রোজ বিনিয়োগ করার কোনও প্রয়োজন নেই। বরং একবার টাকা জমা রাখলেই সারাজীবন পেতে থাকবেন পেনশন। আর আজ LIC-এর এমনই একটি প্ল্যানের কথা বলব। এই প্ল্যানের মাধ্যমেই রিটায়ারমেন্ট হবে সুরক্ষিত।
বাংলার প্রথম ধাপের এসআইআর প্রক্রিয়া শেষ। বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের শেষ দিন। এরপরই শুরু হয়ে যাবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। সেটি প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর বা মঙ্গলবার। এখন প্রশ্ন হল, এনুমারেশন ফর্ম তো জমা দিয়েছেন, এ বার খসড়া তালিকায় নাম রয়েছে কি না তা দেখবেন কীভাবে? আর এই বিষয়টা সম্পর্কেও বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন।