ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা Bharat Heavy Electricals Limited-এ কর্মী নিয়োগ করা হচ্ছে। দেশের পূর্বাঞ্চলে, কলকাতার ইউনিটের জন্য সিভিল ইঞ্জিনিয়ার আর সিভিল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে।
Bharat Heavy Electricals Limited-এর কলকাতার ইউনিটের পাওয়ার সেক্টরে, মোট ২২টি শূন্যপদে মোটা বেতনে সিভিল ইঞ্জিনিয়ার আর সিভিল সুপারভাইজার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা: প্রার্থীদের বয়স ৩৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে মোট ২ ধাপে। প্রথম ধাপে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আর গ্রুপ ডিসকাশন। এই ধাপ পেরিয়ে পরীক্ষার নম্বরের ভিত্তিতে সেরা ২২ প্রার্থীকে বেছে নেওয়া হবে।
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে https://careers.bhel.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন জানানোর শেষ দিন ২৪ সেপ্টেম্বর, ২০২১।
অ্যাপ্লিকেশন ফি বাবদ প্রার্থীদের ২০০ টাকা (সঙ্গে জিএসটি, ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) জমা দিতে হবে। তফশিলি জাতি-উপজাতি প্রার্থী, প্রতিবন্ধী প্রার্থী ও প্রাক্তন সমরকর্মীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।