scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ! লোক নিচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 1/8

ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা Bharat Heavy Electricals Limited-এ কর্মী নিয়োগ করা হচ্ছে। দেশের পূর্বাঞ্চলে, কলকাতার ইউনিটের জন্য সিভিল ইঞ্জিনিয়ার আর সিভিল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে।

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 2/8

Bharat Heavy Electricals Limited-এর কলকাতার ইউনিটের পাওয়ার সেক্টরে, মোট ২২টি শূন্যপদে মোটা বেতনে সিভিল ইঞ্জিনিয়ার আর সিভিল সুপারভাইজার নিয়োগ করা হবে।

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 3/8

শিক্ষাগত যোগ্যতা: দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

Advertisement
BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 4/8

বয়সসীমা: প্রার্থীদের বয়স ৩৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 5/8

প্রার্থী বাছাই করা হবে মোট ২ ধাপে। প্রথম ধাপে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আর গ্রুপ ডিসকাশন। এই ধাপ পেরিয়ে পরীক্ষার নম্বরের ভিত্তিতে সেরা ২২ প্রার্থীকে বেছে নেওয়া হবে।

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 6/8

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে https://careers.bhel.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন জানানোর শেষ দিন ২৪ সেপ্টেম্বর, ২০২১।

BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 7/8

অ্যাপ্লিকেশন ফি বাবদ প্রার্থীদের ২০০ টাকা (সঙ্গে জিএসটি, ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) জমা দিতে হবে। তফশিলি জাতি-উপজাতি প্রার্থী, প্রতিবন্ধী প্রার্থী ও প্রাক্তন সমরকর্মীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।

Advertisement
BHEL Recruitment 2021: কলকাতায় মোটা মাইনের চাকরির সুযোগ!
  • 8/8

আবেদনকারীদের এই অ্যাপ্লিকেশন ফি BHEL, PSER Kolkata-র নামে জমা দিতে হবে। SBI-তে ডিমান্ড ড্রাফট্রের মাধ্যেমেও এই অ্যাপ্লিকেশন ফি দেওয়া যেতে পারে। এই নিয়োগ সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য জানতে নজর রাখুন https://careers.bhel.in ওয়েবসাইটে।

Advertisement